পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple) গোটা বিশ্বে বিখ্যাত। এই মন্দিরকে নিয়ে গোটা বিশ্বে আলোচনা হয়। এমনকি পুরীর রথযাত্রাও (Rathyatra) বিশ্ব বিখ্যাত। শীত, গ্রীষ্ম, বর্ষা যাইহোক না কেন, প্রতিবছর সমুদ্র ও এই জগন্নাথ মন্দিরের টানে পর্যটকদের ভিড় উপচে পরে এই পুরীতে।
এদিকে দিঘাতে (Digha) পুরীর আদলে একটি বড় মন্দিরের নির্মাণ হওয়ার ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তিনি দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষ করার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে দিঘার জগন্নাথ মন্দির ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে শেষ হবে। লোকসভা নির্বাচনের আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে বাংলার পূর্ব মেদিনীপুরের দিঘায় নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। প্রসঙ্গত, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। হিডকো মন্দিরটি নির্মাণ করছে।
এদিকে এই মন্দির জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেলে দিঘায় পর্যটকদের আগমন বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনিতে সারাবছরই দিঘা গমগম করে পর্যটকদের আগমনের কারণে। তবে এই মন্দির একবার নির্মাণ হয়ে গেলে পোয়া বারো হবে দিঘার ও দিঘার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। জানা গিয়েছে, এই মন্দিরটি তৈরি করতে সরকারের খরচ হয়েছে ১০০ কোটি টাকা।
এদিকে কালীঘাটের মন্দির চত্বরও সাজানো হচ্ছে। পাশাপাশি তারাপীঠ, চাকলাসহ বিভিন্ন মন্দির সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী।