কেন বিয়ে হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার! চিন্তিত হয়ে সমস্যা জানতে চাইলেন খোদ প্রসেনজিৎ

ভালোবাসার সপ্তাহ চলছে। আর এই সময় সংবাদশিরোনামে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। কয়েকদিন আগেই একে অপরের ঠোঁট চুম্বন করার এক ঘনিষ্ট ছবি শেয়ার করে নিয়েছেন দুজনে। টলিউড তারকাদের এমন ছবি বড় একটা দেখা যায়না। রিয়েল লাইফে তো নয়ই, রিল লাইফেও ঘনিষ্ট দৃশ্যে বড় একটা দেখা যায়না।
ঘনিষ্ট দৃশ্যের চিনি শেয়ার করে অঙ্কুশ জানান, চলতি বছর তাঁদের সম্পর্ক ১৩ বছর পূর্ণ করতে চলেছে। কিন্তু তাদের বিয়ে নিয়ে নিজেও বেশ সন্দিহান। আর তাই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আর সেখানেই পদক্ষেপ গ্রহণ করেছেন ইন্ডাস্ট্রির হর্তাকর্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)! তিনিই জানতে চাইলেন সমস্যা ঠিক কোন জায়গায়।
এদিকে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিনই জন্মদিন অঙ্কুশের। সবাই ভাবতেই পারেন ১৩ বছরের সম্পর্কে পরিণতি আনতে চলেছেন তারা। কিন্তু কোথায় কি! অঙ্কুশ লিখলেন, “কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।”
আর তারপরই প্রসেনজিৎ জানতে চাইলেন সমস্যার ব্যাপারে। প্রসেনজিৎ বলেন, ‘‘এ বার বিয়ের তারিখটা ঘোষণা কর।’’ এদিকে এই প্রশ্ন শুনে হতচকিত অঙ্কুশ-ঐন্দ্রিলা। এরপর উত্তর আসে বটে, কিন্তু উল্টো ভাবে। আর তাই শুনে সমস্যার জট আরো পেকেছে বলেই মনে করছেন জনতা।
অঙ্কুশ বলেন, ‘‘আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে, আমরা এখনও কেন বিয়ে করতে পারছি না। আমি কারণটা বলতে পারব না, পারলে তুমি বলে দাও।’’ জনগণের ধারণা, এটা আসলে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির আগামী ছবি ‘লভ ম্যারেজ’-এর প্রচার। হাইপ তুলে প্রচারআলোকে আসতে চাইছেন তারা।