মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি! তাঁর নম্বর জানলে অবাক হবেন

বাংলা সিনে ইন্ডাস্ট্রির (Tollywood) অন্যতম বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একসময় একের পর এক বাংলা ছবিতে দুর্দান্ত অভিনয় করে মন জয় করে নিয়েছেন সারা বাংলার সিনেমা প্রেমী মানুষের। আর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ কথার অর্থই দাঁড়িয়েছে পারফেকশন। সিনেমার চরিত্রের প্রয়োজনে বার বার নিজেকে ভেঙেছেন তিনি , তার সেই ডেডিকশন তাকে সকলের থেকে আলাদা করেছে।

আজ প্রায় ৩ দশক হতে চললো, প্রসেনজিৎ এখনো রাজ করছেন এই বাংলা টলি ইন্ডাস্ট্রিতে। শুরু করেছিলেন সেই উত্তমকুমারের আমলে এর পর কাটিয়েছেন দীর্ঘ সময়, কিন্তু তার জয়যাত্রা রয়েছে অব্যাহত। অভিনয় জীবনের শুরুতে যাদের পেয়েছিলেন তারা আর ইহলোকে নেই, পুরো প্রজন্ম বদলে গিয়েছে কিন্তু তার কেরিয়ার এখনো তরতর করে এগিয়ে চলেছে। অভিনয় জীবনে চূড়ান্ত সফল হলেও, পড়াশোনায় কেমন ছিলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই উঠে এসেছে।

ক্যামেরার সামনে তিনি স্টার। বাংলা অভিনয় জগৎ তার মতো অভিনেতা খুব কমই পেয়েছে। একই সাথে সেন্সিটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাঁদিয়েছেন তো আবার কখনো অ্যাকশন দৃশ্যে তার সুদক্ষ অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের। কিন্তু পড়াশোনাতেও যে তিনি সফল ছিলেন সেকথা হয়তো অনেকেই জানেনা।

mv5bzdhkymi3mdmtn2i4zc00mdhilwi0mjqtmdm2odbmyzqym2e0xkeyxkfqcgdeqxvynduzotq5mjy@. v1

আসলে কদিন আগে মাধ্যমিক এবং একদিন আগে উচ্চমাধ্যমিক এর ফলাফল ঘোষণা হয়েছে, এরই মাঝে ছবির প্রচারের সময় তার দিকে প্রশ্ন আসে কেমন ছিল তার ছাত্রজীবন? কত পেয়েছিলেন মাধ্যমিকে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, ‘তিনি লেখাপড়ায় বেশ ভালো ছিলেন এবং মাধ্যমিকে ৬০% এর বেশি নাম্বার পেয়েছিলেন’। আসলে তার রেজাল্ট ভালো হওয়াই স্বাভাবিক। কারণ চলচ্চিত্র জীবনে যেভাবে সুদক্ষ অভিনয় করেছেন তাতে বোঝাই যায় কতটা ভালো ছাত্র তিনি, তাই লেখাপড়াতেও যে তিনি দূর্দান্ত হবেন তা আর বলার অপেক্ষা রাখে কি?

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button