তারকারা কখন কী করছেন, কী বলছেন সবই আমাদের জানা দরকার। ব্যক্তিগত পছন্দের তালিকায় আমরা সবাই এই সমস্ত খোঁজ খবর নিতে খুবই ভালোবাসি। রুপোলি পর্দার নায়করা কখন কী খেলেন, কী করলেন, কার ডিগ্রী কতদূর বা কোন নায়কের কত সম্পত্তি সেইসব নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই।
বলিউডের অভিনেতাদের সম্পত্তি নিয়ে তো আমরা সবাই বেশ কিছু জানি। আজকের প্রতিবেদনে আমরা দেখে নেবো টলিউডের নায়করা কত সম্পত্তি রেখেছেন নিজেদের নামে। বাংলা টলি ইন্ডাস্ট্রির তিন প্রধান তারকা জিৎ (Jeet), দেব (Dev) আর প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এর কত সম্পত্তি রয়েছে? জেনে নিন এক্ষুনি।
জিৎ : বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন সাথী সিনেমার মধ্য দিয়ে। এরপর আর ঘুরে তাকাতে হয়নি তাকে। এখন রীতিমত সুপারস্টার জিৎ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। জানা যায় তার সম্পত্তির পরিমান ১ থেকে ৫ মিলিয়ন ডলার এর মধ্যে।
দেব : মেদিনীপুরের ঘাটালের ছেলে এখন বাংলার ঘরে ঘরে সমাদৃত হন। সবার প্রিয় পাত্র দেব। তবে শুধু দুর্দান্ত অভিনয় করে ফিল্ম জগৎকেই মাতিয়ে রাখেননি তিনি, একই সাথে তিনি দেশের এক সাংসদও। অগ্নিশপথ সিনেমা দিয়ে পদার্পন করেন ইন্ডাস্ট্রিতে, তারপর তো একরকম তারই রাজত্ব চলতে থাকে। সূত্র মতে, তাঁর সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ মিলিয়ন ডলার।
প্রসেনজিৎ : একটা সময় ছিল যখন প্রসেনজিৎ মানেই হিট সিনেমা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের হাতে বড় করেছেন তিনি। একেরপর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছেন তিনি। আর তার জনপ্রিয়তা আজকেও ক্ষুন্ন হয়নি, ইন্ডাস্ট্রিতে এখনও সমান জনপ্রিয় তিনি। তার প্রায় ৩০ মিলিয়ন ডলার সম্পত্তির হিসেব পাওয়া যায়!