বাড়ি তো নয়, যেন রাজমহল! প্রসেনজিতের বাড়ির অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) কে নতুন করে বলার কিছু নেই। তিনি টলিপাড়ার সুপারস্টার। তাকে একঝলক দেখার জন্য ভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করে থাকেন। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পর্দার অভিনয়, সমস্ত কিছুই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়।

এদিকে তার বাড়ি নিয়েও মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। অবশ্য বাড়ি বললে সেটির অপমান করা হয়। বিরাট রাজপ্রাসাদে থাকেন তিনি। নেটিজেনদেরও আগ্রহের অভাব নেই। কলকাতা শহরের বুকেই রয়েছে সেই রাজপ্রাসাদ। চোখ জুড়িয়ে যাবে তার প্রাসাদের দিকে তাকালে। আজ চলুন দেখা যাক তার বাড়ির অন্দরমহল।prasenjit chatterjee house

বালিগঞ্জে তার বিশাল বাড়ি রয়েছে তার। প্রসেনজিতের বাড়ির নাম উৎসব। সেটির প্রধান ফটক পেরিয়েই রয়েছে বড় রাস্তা। বাড়ির সামনেই রয়েছে বিশাল বাগান। বাড়ি ঢোকার আগে দেখা যাবে সেই বিশাল বাগান। বাগানে নানান রকমের গাছ গাছালি রয়েছে।

বাগানে হরেকরকমের গাছ গাছালি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে অসংখ্য ফুল গাছ এবং সুবিশাল মাঠ। বাগান থেকে এগোলেই বাড়িতে ঢোকার প্রবেশপথ। সেখানে একতলাতে অতিথিদের বসানোর জন্য ব্যবস্থা রয়েছে। প্রসেনজিতের অফিস রুমও এই একতলাতেই অবস্থিত। সেখানেই সিনেমার স্ক্রিপ্ট শোনেন, কাজ নিয়ে কথাবার্তা বলেন প্রসেনজিৎ।prasenjit chatterjee house 1

বাগানটিকে কিন্ত দারুণ করে সাজিয়েছেন প্রসেনজিৎ। সারাদিনের ক্লান্তি নিয়ে বাগানে এসে বসলেই মন ভালো হয়ে যায় তার। প্রাকৃতিক শোভার কারণে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তার। গত বাড়ি জুড়েই রয়েছে তার পুরষ্কার। বেশ কিছু ছবির পোস্টার বাঁধিয়ে টাঙানো রয়েছে দেওয়ালে। প্রসেনজিতের অফিস রুমের আশেপাশেই রয়েছে অ্যাটাচড আলমারি, সেখানে থরে থরে বই সাজানো রয়েছে।prasenjit chatterjee house 1 1

প্রসেনজিটের বাড়ির বসার ঘরে রয়েছে বিশাল বড় বড় জানালা। তার বাইরেই রয়েছে সবুজ ঘেরা বাগান। সেই জানালা দিয়ে আকাশ দেখা যায়। আলো বাতাসে ভর্ত্তি থাকে তার ঘর। বাড়িতেই থাকেন তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জী, ছেলে তৃষাণজিৎ এবং তার পোষ্যরা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button