এবার কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন প্রসেনজিৎ! কোন সিনেমায় অভিনয়? শোরগোল সিনেমা জগতে

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। তার অভিনয় প্রতিভা কী তার যে কোনও ছবি দেখলেই বোঝা যায়। অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ ঠোঁকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত। তিনি বর্তমানে শিরোনামে রয়েছে ‘তেজস’ সিনেমা নিয়ে।

   

না হিটের জন্য নয়, এই সিনেমা একপ্রকার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিনেমার খরচাও এখনও অবধি তুলতে পারেননি পরিচালক। এরই মাঝে কঙ্গনাকে নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। এবার অভিনেত্রীর নাম জড়ালো বাংলার সুপারস্টার অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। কী শুনে আকাশ থেকে পড়লেন তো? তবে এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

তবে দাঁড়ান, দুজনের মধ্যে কিন্তু কোনওরকম প্রেমের সম্পর্ক নিয়ে নয়। বরং এবার বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রসেনজিতের (Prosenjit Chatterjee) পরিচালনায় এন্ট্রি নিতে নিতে চলেছেন কঙ্গনা। এটা তো সকলেই জানেন যে বাংলার পাশাপাশি নটী বিনোদিনী বলিউডেও তৈরি হতে চলেছে। আর এই সিনেমায় নাম চরিত্রে অভিনয় করার কথা রয়েছে কঙ্গনার।

যদিও মাঝে হঠাৎ ছন্দপতন ঘটে ‘মর্দানি’ খ্যাত পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুর কারণে। বলিউডে নটী বিনোদিনী তৈরি করার কথা ছিল প্রদীপ সরকারেরই। কিন্তু তাঁর মৃত্যু এবার সবকিছু ওলটপালট করে দিল একপ্রকার। এখন শোনা যাচ্ছে, এই প্রোজেক্ট হাতে নিয়েছেন টলিউডের ‘বুম্বাদা’।

prosenjit q2xe

তবে এই বিষয়ে কঙ্গনা বা প্রসেনজিতের তরফে পাকাপাকিভাবে কোনওরকম কিছু ঘোষণা করা হয়নি। প্রসেনজিৎ যে ছবিটি বানাচ্ছেন সেটি প্রযোজনা করার কথা রয়েছে বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী অঞ্জন চট্টোপাধ্যায়ের। আর এই ছবির হাত ধরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনায় ফিরছেন। তবে আদৌ এই সিনেমা তৈরি হবে কিনা সেই নিয়েও বড় রকমের ধোঁয়াশা তৈরি হয়েছে।