সাধারণ মানুষকে যেনতেন প্রকারে সাহায্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার (Central Government)। ভারতের (India) আম জনতার কথা মাথায় রেখে একের পর এক প্রকল্প এনে সকলকে চমক দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকার দরিদ্র শ্রেণীর মানুষের জন্য পেনশন (Pension) প্রকল্পের পাশাপাশি বীমা প্রকল্পও চালু করেছে। যে কারণে বেজায় খুশি সাধারণ মানুষও।
আপনিও কি সম্প্রতি বিমা করানোর পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম মেয়াদে অর্থাৎ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর জনগণের জন্য বিমা কভারের জন্য দুটি প্রকল্প চালু করেছিলেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং অন্যটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এর মাধ্যমে আপনি নামমাত্র প্রিমিয়াম জমা দিয়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার পেতে পারেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আসলে ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চালু করে। এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিকে দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হয়। যদি কোনও ব্যক্তি বিমা কভারেজের সময় মারা যান তবে তার নমিনিকে দুই লক্ষ টাকার বিমা দেওয়া হয়। এর জন্য, বিমাকৃত ব্যক্তিকে প্রতি বছর ৪৩৬ টাকা প্রিমিয়াম দিতে হবে এবং তিনি এক বছরের জন্য কভারেজ পাবেন।
অন্যদিকে ১৮ থেকে ৭০ বছর বয়সী কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা নিতে পারেন। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার এটিও চালু করেছিল। এই প্রকল্পের অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতা ২ লক্ষ টাকা এবং আংশিক অক্ষমতার জন্য ১ লক্ষ টাকার বীমা করা হয়। এই স্কিমের সুবিধা নিতে, বীমাকৃতব্যক্তিকে বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। এর প্রিমিয়ামও এক বছরের জন্য বৈধ।