এই রেশন কার্ড থাকলেই মিলবে বিনামূল্যে পাকা বাড়ি! এভাবে সহজেই করুন আবেদন

জীবনযাপন করতে মানুষের কাছে তিনটে জিনিস থাকা সব থেকে বেশি জরুরী, আর তা হল খাদ্য, বস্ত্র ও বাসস্থান। তবে ভারতের (India) মতন জায়গায় এমন বহু মানুষ এমন আছে যাদের মাথার ওপর ছাদ নেই। দেশে এমন বহু মানুষ এমন আছেন যারা পাকা নয় কাঁচা বাড়িতে থাকেন। অনেকেই এখনও আছেন যারা ত্রিপল খাটিয়ে আবার কেউ কেউ ঝুপড়িতেও থাকেন। আপনিও কি এভাবেই থাকেন? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কেন্দ্রীয় সরকারের এমন একটি যোজনা সম্পর্কে জানতে পারবেন যা শুনলে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন, দূর হবে আপনারও সুব দুঃখ, কষ্ট।

কী সেই যোজনা? প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের (Government Of India) একটি বড় উদ্যোগ, যার লক্ষ্যই হল শহুরে দরিদ্রদের সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহ করা। ২০১৫ সালের ২৫ শে জুন এই প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল কেন্দ্রের মোদী সরকারের তরফে। তিন লক্ষের কম আয়ের যে কোনও ব্যক্তি যার কোনও আবাসন নেই তারা এই সুবিধা নিতে পারেন। এ জন্য ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়। বিশেষ করে আপনারা যদি বিপিএল রেশন কার্ড  থেকে থাকে তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।

যাদের বিপিএল রেশন কার্ড (Ration Card) রয়েছে তারা এই পিএম আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) লাভ নিতে পারবেন। কিন্তু মানতে হবে কিছু শর্ত, তাহলেই একদম ঝাঁ চকচকে বাড়ি পেয়ে যাবেন আপনিও। কী সেই শর্ত? আপনি যদি এই যোজনার লাভ নিতে চান তাহলে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার যেন আগে থেকে এই সরকারি সুবিধা না নিয়ে থাকেন।

pradhanmantri awas yojana

সব থেকে বড় বিষয় হলো আপনিও যদি শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে কেন্দ্রের তরফে। এমনকি শরীরের ৬০ শতাংশ অংশ যদি বিকলাঙ্গ হয়ে থাকে তাও আপনি এই যোজনার লাভ নিতে পারবেন। আপনার কাছে কিছু জিনিস থাকা জরুরী। যেমন আধার কার্ড থাকতেই হবে। এছাড়াও যে যে নথি লাগবে সেগুলি হল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, প্যান কার্ড এবং স্থায়ী বাড়ি না থাকার সার্টিফিকেট ।