এই কাজ না করলে আর পাবেন না আবাস যোজনার টাকা! রাজ্যবাসীকে সতর্ক করল সরকার

ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) থেকে বাংলার ১ লক্ষ ২৮ হাজার মানুষের নাম বাদ গিয়েছে। কেন্দ্র সরকার এই নিয়ে নির্দেশ জারি করে গত ডিসেম্বর মাসেই। নতুন সমীক্ষায় সেখানে ব্যপক বেশি অনিয়ম ধরা পড়ে। আর তার কারণে বহু নাম বাদ পড়েছে। তবে, আবাস যোজনা নিয়ে আরও একটি বড় আপডেট নিয়ে এসেছি আমরা। এবার এই কাজ না করলে আবাস যোজনার জন্য বরাদ্দ টাকার একটিও পাবেন না।
আবাস যোজনা নিয়ে কড়াকড়ি শুরু করেছে কেন্দ্র। যাতে সঠিক প্রাপক আবাসে সুবিধা পান, তাঁর জন্য চলছে বিস্তর জরিপ। কেন্দ্রের প্রতিনিধি মণ্ডল রাজ্যে এসে অনেক সমীক্ষা করে গিয়েছেন। আর এর মধ্যে জানা গিয়েছে যে, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক এবং KYC না করা থাকলে আবাস যোজনার টাকা মিলবে না।
আবাস যোজনার টাকা পেতে KYC ও আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে রাজ্যও। আর এই জন্য চলছে বিস্তর কাটছাঁট। তবে শুধু আবাস যোজনাই নয়, ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্প থেকে বাদ পড়বেন যদি আধার লিঙ্ক না করানো থাকে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আধার লিঙ্ক নিয়ে বিস্তর ত্রুটি পাওয়া গিয়েছে। আর এরপর নবান্ন সেই জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়ে তড়িঘড়ি আধার লিঙ্ক করিয়ে নিতে বলেছে। নবান্ন সূত্রে অনুযায়ী, গোটা রাজ্যে এখনো পর্যন্ত আবাস যোজনার ক্ষেত্রে ১২.৫ শতাংশ আধার বেসড পেমেন্ট সিস্টেমের সংযোগ স্থাপন করা গিয়েছে।
আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমেই আবাস যোজনার টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢোকে। আর আধার লিঙ্কড না থাকলে সুবিধাভোগীরা আর আবাসের টাকা পাবেন না। সরকারের তরফ থেকে এই নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে। এখনো যদি এই কাজ করিয়ে না থাকেন, তাহলে আজই করিয়ে ফেলুন।