মুরগির মাংস ১৩০০ টাকা, দুধ ৪২০! পাকিস্তানের পর খাদের কিনারে দাঁড়িয়ে ভারতের এই প্রতিবেশী

পাকিস্তানের (Pakistan) অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই হয়তো। গত 1 বছরে পাকিস্তান তার ইতিহাসের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছে। শ্রীলংকার (Sri lanka) অবস্থাও প্রায় একই। দেশের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শ্রীলংকা নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। যদিও তাতে খুব একটা লাভ হয়নি।

মুদ্রাস্ফীতির সাথে দোসর জুটে চিনের ঋণ। ঋণের ফাঁদে আটকা পড়ার পরেও ধীরে ধীরে এগোচ্ছিল শ্রীলংকা। কিন্তু করোনা এবং অন্যান্য বাহ্যিক কারণ সহ ক্ষমতায় থাকা সরকারের দুর্নীতি মিলে সেদেশের অর্থনীতিক অবস্থাকে পঙ্গু করে দেয়। যদিও নতুন বছরে নতুন করে আশা নিয়ে শুরু করে শ্রীলংকা, কিন্তু আজ এতদিনেও দরিদ্র এবং দুর্বল শ্রেণীর মানুষের সমস্যা দূর হয়নি।

সমস্যা হচ্ছে পাকিস্তানের মতো শ্রীলংকাতেও বিরাট বড় বড় পাওয়ার আউট নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। একেবারে 10-10 ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে সেদেশে। এরফলে যত সামান্য যা সেক্টর ছিল সেগুলোও বন্ধ হতে বসেছে। বিদ্যুতের অভাবে ছোট ব্যবসায়িক ক্ষেত্রগুলো পঙ্গু হয়ে যাচ্ছে। জানিয়ে রাখি এই ছোট ছোট ব্যবসা থেকেই বেশ মোটা অংকের রোজগার করে দেশটি।

আপনাদের জানিয়ে রাখি যে, সেদেশের ব্যাবসার ৭৫% MSME ক্ষেত্র থেকে আসে। আর এই ক্ষেত্র যেমন ৪৬% কর্মসংস্থান তৈরি করে তেমনই GDP তেও ৫২% মত অবদান রেখেছে এই ক্ষেত্র। ঘন ঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এই সেক্টরে বড় প্রভাব পড়ছে। তবে আশার আলো এই যে, গত বছরের তুলনায় মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে। যদিও সাধারণ মানুষ তাতে কোনো স্বস্তি পাবেন না, কারণ জনসংখ্যার একটি বিরাট অংশ খাদ্য ঘাটতি এবং ক্রমবর্ধমান মূল্যের কারণে নিজেদের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে।

শ্রীলংকায় খাবারের দাম কেমন রয়েছে :
  • দুধ – 420 টাকা প্রতি লিটার
    চাল – 227 টাকা কেজি
    ডিম – 48 টাকা পিস
  • মুরগি -1312 টাকা কেজি
    কমলা লেবু – 1082 টাকা কেজি
    আলু- 341 টাকা কেজি
    টমেটো – 412 টাকা কেজি

যদিও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্ত ধীরে ধীরে সমস্যার সমাধান হচ্ছে। যদিও বিশ্বের সবথেকে বেশি মুদ্রাস্ফীতি শ্রীলংকাতেই রয়েছে এখনো। শ্রীলংকার পর রয়েছে আর্জেন্টিনা, সেখানে মুদ্রাস্ফীতি 98.8% ছড়িয়েছে। তবে IMF থেকে 2.9 বিলিয়ন ডলারের ঋণের প্যাকেজ পাওয়ার পর থেকেই কিছুটা খুশির খবর রয়েছে সেদেশে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button