মুহূর্তের মধ্যে ঠাণ্ডা করবে ঘর, মাত্র ৩৯৪৮ টাকায় কিনুন এই পকেট AC! নিয়ে যেতে পারবেন সর্বত্র

তীব্র প্যাচপ্যাচে গরমে এসি (Air conditioning) এর ঠান্ডা হাওয়া আপনাকে বেশ স্বস্তি দিতে পারে। কিন্তু AC এর যা দাম তা সাধারণ মানুষেরও সাধ্যের বাইরে। অতঃপর উপায় না পেয়ে ফ্যানের ওপরেই ভরসা করতে হয়। কিন্তু FAN এ তো আর গরম যায়না। তাহলে উপায় কী? চিন্তা নেই সেজন্য বাজারে লঞ্চ হয়েছে এক দারুণ Portable AC এর।
একদম পাওয়ার ব্যাংকের মতই দেখতে এই নতুন AC। দামও আপনার সাধ্যের মধ্যেই। আকার ছোট হওয়ায় আপনি নিজের সাথে সেটিকে বহনকরে নিয়েও যেতে পারবেন। এবার থেকে রাস্তার মাঝেও মিলবে ঠান্ডা বাতাস। তাহলে কোথায় কতদামে মিলবে এই AC সেটা জানিয়ে দিচ্ছি আমরা।
এই ডিভাইসের নাম Wooboo Mini Cooli। সেখানে রয়েছে একটি কুলার ফ্যান, যা USB এর মাধ্যমে চার্জ করা সম্ভব। আকারে এইটুকু হওয়ায় আপনি সবসময়ই নিজের সাথে বহন করতে পারবেন। ফলে এই তীব্র দহনের মাঝে যেকোন সময়ই পেয়ে যাবেন ঠান্ডা বাতাস। স্টেইনলেস স্টিলের স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে হাওয়া দেবে এই মিনি AC।
জানিয়ে রাখি, এই AC এর ভেতরে রয়েছে ওয়াটার কুলড স্পঞ্জ। আর এখান থেকেই ঠান্ডা হাওয়া বেরিয়ে আসবে। সামনে রয়েছে একটি হাই স্পিড ফ্যান। মাঝেমধ্যে আপনাকে অবশ্য স্পঞ্জটিকে পরিষ্কার করতে হতে পারে। এছাড়া রিমুভেবল ডিজ়াইন হওয়ায় স্ট্যান্ডটি খুলে রাখতে পারেন আপনি। একটি সুইচ রয়েছে সেখানে, সেটি টিপলেই ঠান্ডা হাওয়া আপনার মুখে এসে লাগবে।
এছাড়া আপনি দেখেও নিতে পারবেন চার্জ কতটা কি রয়েছে। চার্জ শেষ হওয়ার সময় এলেই পোর্টেবল এসিটি আপনাকে ইঙ্গিতে বুঝিয়ে দেবে। Anazon এ মাত্র ৩৯৪৮ টাকায় উপলব্ধ রয়েছে এই ডিভাইস। আসলে এটির দাম কিন্তু ৫,৬৪৯ টাকা, ৩০% ছাড়ের সাথে এই দামে পাবেন আপনি। তাই দাম বেড়ে যাওয়ার আগে জলদি কিনে ফেলুন। জানিয়ে রাখি, এই ডিভাইসে ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাবেন আপনি।