OYO বুক করে মস্তি করার দিন শেষ! এসে গেল নতুন নিয়ম, মাথায় বাজ কপোত-কপোতিদের

OYO নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের অন্য নেই। এখন বেশিরভাগ জায়গাতেই এই OYO হোটেলের রমরমা দেখা যাচ্ছে। পাহাড় হোক বা সমতল, এখন বেশিরভাগ জায়গাতেই OYO তাদের ব্যবসার বিস্তার করছে। যদিও এই OYO নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরণের ইম্প্রেশন রয়েছে।

   

যাইহোক, বেশ কয়েকবার এই OYO-কে নিয়ে কিছু অবৈধ কার্যাকলাপের খবরও শোনা যায়। দেহ ব্যবসা থেকে শুরু করে আরও নানা ধরণের খারাপ কিছু কার্যাকলাপও এই OYO-তে হয় বলে খবর মেলে। এবার এসব রুখতেই নড়েচড়ে বসল প্রশাসন। পুলিশের পদক্ষেপ দেখে কাপলদের মাথায় বাজে ভেঙে পড়তে পারে। আপনিও জেনে নিন বিস্তারিত।

পুলিশ একপ্রকার এই OYO নিয়ে নতুন ফরমান জারি করেছে। আর এই ফরমান শুনেই একপ্রকার মাথায় হাত পড়েছে OYO প্রেমীদের। এই OYO-র সঙ্গে যুক্ত হোটেলগুলিতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। আসলে হোটেলে অনৈতিক কার্যকলাপ দমনে পুলিশ একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবৈধ কাজ দমন করার জন্য পুলিশ হোটেলগুলিতে উচ্চমানের সিসিটিভি বসানোর জন্য OYO-কে কড়া নির্দেশ দিয়েছে। এই সিসিটিভির মাধ্যমে টানা এক মাসের রেকর্ড রাখতে হবে।

oyo hotel

এর সঙ্গে হোটেলগুলোকে যারা আসছেন তাদের পুরো বিবরণ নিতে হবে। শুধু তাই নয়, অপ্রাপ্তবয়স্ক কোন মেয়ে কোনও মধ্যবয়সী পুরুষের সঙ্গে এলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানাতে হবে। এছাড়াও পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কাউকে রুম ভাড়া দেওয়া যাবে না। এছাড়াও হোটেলে থাকতে হবে পুলিশ অফিসার, স্থানীয় পুলিশ স্টেশন এবং হেল্পলাইন নম্বরের তালিকা। ফলে এবার থেকে OYO-তে যাওয়ার আগে দশবার ভেবে নিন।