গ্রাহকদের বড়সড় ঝটকা দিল PNB, BOB ব্যাঙ্ক! অ্যাকাউন্ট থাকলে ভুগতে হবে আপনাকেও

রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) তাদের নতুন সুদের হার ঘোষণা করেছে। সেখানে রেপো রেট বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট। আর তার দেখাদেখি সমস্ত ব্যাংক (Bank) তাদের সুদের হার বাড়াচ্ছে। সরকারি, বেসরকারি সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই সুদের হারে বড় পরিবর্তন আসে।
এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) এবং ব্যাংক অফ বরোদা (Bank Of Baroda) ঋণের ওপর সুদের হার বাড়িয়েছে ০.২৫%। গত ৯ ফেব্রুয়ারী থেকে PNB নতুন দর কার্যকর করেছে। তারফলে ব্যাংকটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন সুদের হারে বেশ পরিবর্তন এসেছে।
১২ ফেব্রুয়ারি থেকে ব্যাংক অফ বরোদা এই নতুন সুদের হার লাগু করেছে। সর্বশেষ বৃদ্ধির সাথে, স্থায়ী আমানতে যেমন বেড়েছে সুদের হার, তেমনই ঋণের ওপর সুদের হারও বেড়েছে বেশ খানিকটা। MCLR (Marginal Cost of Funds based Lending Rate) ৭.৮৫% থেকে বাড়িয়ে ৭.৯০% করা হয়েছে।
একইসাথে এক মাসের MCLR ৮.১৫% থেকে বাড়িয়ে ৮.২০% করা হয়েছে। তিন মাসের ঋণে ৮.২৫% থেকে বেড়ে ৮.৩০% হয়েছে। ১ বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার ৮.৫০% থেকে বাড়িয়ে ৮.৫৫% করা হয়েছে। এর ফলে এবার থেকে ঋণ নিতে গেলে বেশ মোটা অংকের খরচ হবে আপনাকে।