ঠিক যেন দাবার বোর্ড, বিখ্যাত এক স্টেশনের ছবি শেয়ার করল রেল! জানেন কোথাকার?

সদ্যই লখনউ এর রেল স্টেশনের ছবি শেয়ার করেছে ভারতীয় রেল (Indian Railways)। সেখানে উপর থেকে ছবি দেখলে মনে হবে যেন দাবার (Chess) বোর্ড। সাদা কালো চৌখুপির মধ্যে ছড়িয়ে রয়েছে নানান বোড়ে, নৌকা, রাজা-রানি ইত্যাদি। ওপর থেকে এক ঝটকায় দেখলে মনে হবে যেন বিরাট বড় দাবার বোর্ড!

হ্যাঁ দাবার বোর্ডই বটে, রেলের তরফে ট্যুইট করা হয়েছে সেই ছবি। ভারতীয় রেল নিজেই প্রশ্ন করেছে, এরপর নিজেরাই উত্তর দিয়েছে। লখনউয়ের চারবাগ স্টেশনের ছবি শেয়ার করে তাকে দাবার বোর্ড নামে অ্যাখ্যা দিয়েছে রেল।

রেল তাদের টুইটারে লিখেছে, ‘‘এই স্টেশনের স্থাপত্য এমনই অদ্ভুত যে একে উপর থেকে দেখলে দাবার বোর্ড বলে ভুল হতে পারে। স্টেশনের ভবনটির মাথায় থাকা গম্বুজ এবং ছোট ছোট মিনারের আকৃতিই এই সুন্দর ‘চোখের ভুল’ তৈরি করে।’’

উত্তরপ্রদেশ তো বটেই, গোটা উত্তর ভারতের অন্যতম বড় রেলস্টেশন এই চারবাগ স্টেশন। রেলের ওই পোস্টের কমেন্ট সেকশনে অনেকে নানান রকম মন্তব্য করেছেন। কেও কেও কমেন্ট করেন, ‘‘এই দৃশ্য কি সাধারণ জনগণের পক্ষে দেখা সম্ভব, না কি রেলওয়েরই একমাত্র এই দৃশ্য দেখার সুযোগ রয়েছে?’’

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button