এসে গেল বিশ্বের প্রথম ফ্লায়িং কার, এখনো পর্যন্ত বুকিং হয়েছে কয়েক হাজার! চড়তে পারবেন আপনিও

মানুষের বহুদিনের শখ রাস্তার গাড়ির মত আকাশেও যদি গাড়ি ওড়ানো যেত! সায়েন্স ফিকশন এর মুভিগুলো দেখে সেই শখ যেন আরো কয়েকগুণ বেড়েছে। এবার সেই শখ পূরণ হওয়ার মুখে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি উড়ন্ত গাড়িকে আকাশে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সেদেশের সরকার।

গাড়িটি নিয়ে ইতিমধ্যেই উৎসাহের শেষ নেই। জানা যাচ্ছে এখনো পর্যন্ত মোট ২,১০০ জন এই ফ্লাইং কার কেনার জন্য বুকিং করে রেখেছে। গাড়িটি একটি DIY (Do It Yourself) কিটের আকারে আসে যা খুব সহজেই জোড়া লাগিয়ে অস্ত একখানা রকেট গাড়ি বানিয়ে নেওয়া যায়। আর এই গাড়িটির নাম দেওয়া হয়েছে সুইচ ব্লেড।

স্যামসন স্কাই কোম্পানির তৈরি এই তিন চাকা বিশিষ্ট উড়ো গাড়ির সর্বোচ্চ গতি প্রায় ৯৮ মাইল প্রতি ঘন্টা। আপনি এই গাড়িটিতে বসে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হবেন। রাস্তায় জ্যাম? কোনো চিন্তা নেই, এই উড়ন্ত গাড়ি ওসবের তোয়াক্কা না করে উড়ে যাবে নিজের গন্তব্যের দিকে। প্রায় ১৪ বছর ধরে সময় নিয়ে তৈরি করা হয়েছে এই গাড়ি। যা এবার আকাশে পাড়ি জমাতে সম্পূর্ন তৈরী।

গাড়িটির হাই স্পিড টেস্ট করার জন্য সেখান থেকে সরিয়ে ফেলা হয় ডানাগুলো। স্যামসন স্কাই-এর সিইও এবং সুইচব্লেডের ডিজাইনার স্যাম বোসফিল্ড গাড়িটির সম্পর্কে জানিয়েছেন যে, “ টেক-অফ করার সময় সুইচব্লেডের গতি হবে ঘণ্টায় ৮৮ মাইল। এই গতিতে গেলেই ধীরে ধীরে সুইচব্লেড আকাশে উড়তে শুরু করবে।”

437152 799499 updates

নির্মাতা সংস্থা এও জানিয়েছে যে, ১০ বার এর ট্রায়াল রানে গাড়িটি সর্বোচ্চ ৯৮ মাইল প্রতি ঘণ্টা গতিবেগে পৌঁছাতে পেরেছে। এছাড়া সেখান থেকে জানা যাচ্ছে যে, ওই গতিবেগেও দারুণ পারফর্ম করছে এই উড়ন্ত গাড়ি। আর ইতিমধ্যেই বিশ্বের ৫২ টি বিভিন্ন দেশ এবং আমেরিকার ৫০ টি রাজ্য থেকে ২১০০ টিরও বেশি রিজার্ভেশন এসেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button