বেঁচে যাবে পেট্রল-ডিজেল, দারুণ মাইলেজ দেবে গাড়ি-বাইক! শুধু অনুসরণ করুন এই টিপস

সারাদেশে পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম বাড়ায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তার সাথে সামনে উৎসবের মরশুম আসায় পকেটের অবস্থাও হয়েছে তথৈবচ। তেলের দামের ওপর নিয়ন্ত্রণ আনতে না পারলেও সাধারণত মানুষ নিজের মতো এমন কিছু টোটকা ব্যবহার করে যাতে গাড়ির তেল কম খরচ হয়।
অনেকেই ধরে নেন যে AC বন্ধ রাখলে গাড়ি কম তেল খরচ করে, বা সিগন্যালে গাড়ি দাঁড়ালে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেন। কিন্তু এসব করে খুব একটা ফায়দা হয়না। তাই আমরা আপনাদের জানাবো কীকরে গাড়ির জ্বালানি সাশ্রয় করবেন।
নীচের এই কয়েকটি পদক্ষেপ মেনে চললে আপনার গাড়ির জ্বালানি খরচ ৫০ শতাংশ কমে যেতে পারে।
১) গাড়ির ইঞ্জিন অয়েল ভালো করে চেক করুন : ইঞ্জিন অয়েল গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন অন্তর গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে আপনাকে। মাথায় রাখবেন ইঞ্জিন অয়েল সময় অনুযায়ী পরিবর্তন না করলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে আর তার প্রভাব পড়বে গাড়ির মাইলেজের ওপর।
২) নিয়মিত ইঞ্জিনের টিউনিং করান : আপনার সাধের বাহনটিকে অতি অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ইঞ্জিনের টিউনিং করাবেন। ইঞ্জিন এর কাজ ধরে রাখার জন্য টিউনিং করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ির মাইলেজ ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। টিউনিং না করলে ইঞ্জিনের ৫০ শতাংশ পর্যন্ত মাইলেজে ঘাটতি হতে পারে।
৩) স্পার্ক প্লাগ পরিস্কার রয়েছে কিনা চেক করুন : স্পার্ক প্লাগ পরিষ্কার থাকলে আপনার ইঞ্জিনও ভালো থাকবে, আবার যদি আপনার স্পার্ক প্লাগের রং কালো হয়ে গেলে বুঝে নেবেন যে আগের তুলনায় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশ কমে গিয়েছে। সেক্ষেত্রেও বেশি জ্বালানি খরচ হবে আপনার। মেকানিকের সাথে কথা বলুন অতিসত্বর।
৪) নিয়মিত গাড়ি টায়ারের প্রেসার চেক করুন : আপনার গাড়ির চাকার মধ্যে ঠিক কতটা হাওয়া রয়েছে সেটার ওপরেও গাড়ির মাইলেজ নির্ভর করে। গাড়ির চাকায় হাওয়া কম থাকলে মাইলেজ স্বাভাবিকভাবেই কমে যাবে। তাই গাড়িতে সঠিক পরিমাপ অনুযায়ী হওয়া ভরুন।
৫) বারবার গাড়ির অ্যাকসেলেরেটরে অকারণ চাপ দেওয়া বন্ধ করুন : গাড়ি চালাতে চালাতে অনেকেই কারণে অকারণে অ্যাকসেলেরেটরে চাপ দেন সেটাও বন্ধ করতে হবে এবার থেকে। বারবার গাড়ির অ্যাকসেলেরেটরে চাপ দিলে তেলের খরচ বাড়তে থাকে।
ব্যাস এই কয়েকটি কাজ করলেই আপনার তেলের খরচ একেবারে ৫০ শতাংশ পর্যন্ত কম হতে পারে।