হোলির দিন বড় ঝটকা! দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আপনার শহরের রেট

বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দামে বেশ ফারাক এসেছে। বুধবার দিন তেল সংস্থাগুলির তরফে জানানো পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel) খুচরো দামে বেশ ভালই ফারাক এসেছে। যেমন গাজিয়াবাদে পেট্রোলের দাম 35 পয়সা বেড়ে পৌঁছেছে 96.58 টাকা প্রতি লিটারে, ডিজেলের দাম 33 পয়সা কমে গিয়ে লিটার প্রতি 89.75 টাকায় বিক্রি হচ্ছে।
গুরুগ্রামে পেট্রোলের দাম কমেছে 26 পয়সা এবং ডিজেল কমেছে 24 পয়সা। বর্তমানে সেখানে পেট্রোলের দাম রয়েছে 96.84 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম রয়েছে 89.72 টাকা প্রতি লিটার। আবার কংগ্রেস শাসিত রাজস্থানের পেট্রোলের দাম লিটার প্রতি 1.31 টাকা বেড়ে হয়েছে 109.39 টাকা। ডিজেলের দাম 1.19 টাকা বেড়ে 94.55 টাকায় পৌঁছেছে।
এদিকে বিগত 1 দিনের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে। ব্যারেল প্রতি 3 ডলার দাম কমে 83.31 ডলার প্রতি ব্যারেল পৌঁছেছে ব্রেন্ট ক্রুডের। WTI-এর দামও কমে দাঁড়িয়েছে 77.50 ডলার প্রতি ব্যারেল।
দেশের চার মেট্রো শহরে কত দাম রয়েছে দেখে নিন :
দিল্লিতে : পেট্রোল 96.65 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.82 টাকা
মুম্বইতে : পেট্রোল 106.31 টাকা এবং ডিজেল প্রতি লিটার 94.27 টাকা
কলকাতায় : পেট্রোল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা প্রতি লিটার
চেন্নাইতে : পেট্রোল 106 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.76 টাকা।
নিজের শহরে তেলের দাম জানবেন কীভাবে : নিজের শহরে পেট্রোল এবং ডিজেলের দাম আপনি SMS এর মাধ্যমে চেক করতে পারেন। ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP লিখে পাঠিয়ে দিন 9224992249 নম্বরে। HPCL গ্রাহকরা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দিলেই দাম পেয়ে যাবেন। আর BPCL গ্রাহকরা দাম জানতে RSP লিখে পাঠিয়ে দিন 9223112222 নম্বরে।