পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel Fuel) দামে বেশ বড় পরিবর্তন এসেছে। গাড়ির তেলের জন্য এবার আর বেশি খরচ করতে হবেনা আপনাদের। নয়ডা, গাজিয়াবাদ সহ অনেক শহরেই তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেলের দামে অপরবর্তিত থাকলেও ভারতে তেলের দাম কিছুটা কমেছে। রাজধানী দিল্লি সহ বহু জায়গায় তেলের দামে ছাড় পাওয়া গিয়েছে।
বিশ্বে তেলের দাম কত রয়েছে ? বিশ্ববাজারে WTI অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 66.74 ডলারে লেনদেন হচ্ছে। ব্রেন্ট ক্রুড বিকোচ্ছে 72.97 ডলার প্রতি ব্যারেলে।
কোথায় তেল সস্তা হয়েছে ?
উত্তরপ্রদেশে আজ পেট্রোলের দামে 41 পয়সা ছাড় মিলেছে। ভোটের মরশুমের আগে রাজস্থানেও তেলের দামে 96 পয়সার পতন দেখা গিয়েছে। দাম কমেছে গুজরাট, মহারাষ্ট্র, বিহার, ছত্তিশগড়ে। তবে কাশ্মীর এবং মধ্যপ্রদেশে তেলের দাম সামান্য বেড়েছে।
দেশের চার মেট্রো শহরে জ্বালানি তেলের দাম এত :
দিল্লি : পেট্রোল 96.72 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.62 টাকা
কলকাতা : পেট্রোল 106.03 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.76 টাকা
মুম্বই : পেট্রোল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা প্রতি লিটার
চেন্নাই : পেট্রোল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা প্রতি লিটার।
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম :
গুরুগ্রাম : পেট্রোল 97.18 টাকা এবং ডিজেল 90.05 টাকা
নয়ডা : পেট্রোল 96.58 টাকা এবং ডিজেল 89.75 টাকা
লখনউ : পেট্রোল 96.57 টাকা এবং ডিজেল 89.76 টাকা
পাটনা : পেট্রোল 107.24 টাকা এবং ডিজেল 94.04 টাকা
জয়পুর : পেট্রোল 108.54 টাকা এবং ডিজেল 93.77 টাকা
হায়দ্রাবাদ : পেট্রোল 109.66 টাকা এবং ডিজেল 97.82 টাকা
নিজের শহরের রেট জানুন এইভাবে : নিজের শহরে পেট্রোল এবং ডিজেলের দাম আপনি SMS এর মাধ্যমে চেক করতে পারেন। ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP লিখে পাঠিয়ে দিন 9224992249 নম্বরে। HPCL গ্রাহকরা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দিলেই দাম পেয়ে যাবেন। আর BPCL গ্রাহকরা দাম জানতে RSP লিখে পাঠিয়ে দিন 9223112222 নম্বরে।