দাম কমল ১ টাকারও বেশি! পুজোর মধ্যে বাংলায় পেট্রল-ডিজেলের দরে বড় পতন, রইল নতুন রেট

বাঙালির একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনার শেষ নেই। ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রস্তুতি শেষের দিকে এমনকি বহু জায়গায় পুজো প্যান্ডেল খুলে অবধি দেওয়া হয়েছে। রাস্তায় ঢল নামতে শুরু করেছে সাধারণ মানুষের। এখন দেশ জুড়ে একদম উৎসবের শুরু হয়ে গিয়েছে। এদিকে এই উৎসবের আবহে মিললো দারুণ সুখবর।

   

আপনারা যদি নিজস্ব যানবাহন থেকে থাকে তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর যা শুনে এই উৎসবের আগে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন। আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার এক ধাক্কায় অনেকটাই কমলো জ্বালানির দাম। আর জ্বালানির দাম কমেছে বাংলায়। যে কারণে সপ্তাহের প্রথম দিনই অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ আমজনতা।

আপনি জানলে অবাক হবেন যে আজ এক ধাক্কায় রাজ্যের ১২ জেলায় দাম কমেছে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel Fuel)। তবে আজ রাজ্যের ৯ জেলায় কিছুটা দাম বেড়েছে জ্বালানি তেলের। আজ কোচবিহারে আজ সর্বোচ্চ ১.১৫ টাকা দাম কমেছে পেট্রোলের। আসুন জেনে নিন কোন কোন জেলায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে এবং কমেছে।

প্রথমে শুরু করা যাক মুর্শিদাবাদকে দিয়ে। আজ এই যেয়ে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৫ টাকায় ও ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৩৪ টাকায়। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে যথাক্রমে ১০৬.৫৬ এবং ১০৬.০৩ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.২৫ এবং ৯২.৭৬ টাকা করে। ঝাড়গ্রামে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৯২ টাকায়। এছাড়া ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৫ টাকায়। এছাড়া আজ হাওড়ায় পেট্রোলের দাম লিটার পিছু ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা।

এদিকে আজ বাঁকুড়ায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.২৩ টাকায় এবং ডিজেল লিটার পিছু বিক্রি হচ্ছে ৯২.৯৬ টাকায়। আজ বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৫৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা করে বিক্রি হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, আজ নদিয়া জেলায় পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৫ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৫.৩৯ ও ১০৬.৭৭ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু বিক্রি হচ্ছে ৯২.১৩ এবং ৯৩.৪২ টাকায় বলে খবর।

অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৩৬ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০৭ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৬৫ টাকায়। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৩.৩৫ টাকায়।   আপনিও কি কলকাতার বাসিন্দা? আপনিও কি জানতে চান আজ শহরে জ্বালানি তেলের দাম বাড়ল না কমল? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আজ কলকাতাতে আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। আজ তিলোত্তমায় পেট্রোল বিক্রি লিটার পিছু ১০৬.০৩ টাকায়। এছাড়া ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকায়।আজ হুগলিতে পেট্রোল লিটার পিছু বিক্রি হচ্ছে ১০৬.৫৮ টাকায় ও ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.২৮ টাকা করে।

petrol man

এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আসুন জেনে নিন উত্তরবঙ্গের কোন জেলায় কত টাকায় বিক্রি হচ্ছে জ্বালানি। আলিপুরদুয়ার- পেট্রোল ১০৬.৮২ টাকায়, ডিজেল ৯৩.৪৯ টাকা। কোচবিহার- পেট্রোল ১০৬.২৪ টাকা, ডিজেল ৯২.৯৬ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর- পেট্রোল ১০৬.৫৫ এবং ১০৬.০৫ টাকা। ডিজেলের দাম ৯৩.২৪ এবং ৯২.৭৮ টাকা। দার্জিলিঙ- পেট্রোল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা। জলপাইগুড়ি- পেট্রোল ১০৬.০২ টাকা, ডিজেল ৯২.৭৫ টাকা। মালদা- পেট্রোল ১০৫.৯৬ টাকা, ডিজেল ৯২.৭০ টাকা। কালিম্পঙ- পেট্রোলের ১০৬.৯২ টাকা। ডিজেল ৯৩.৪৩ টাকা।