তেল ভরানোর আগে সাবধান! বাংলার এই জেলাগুলোয় অনেকটাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম, রইল নতুন রেট

আপনিও কি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা করছেন? পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel Fuel) আজ কত দাম জানেন আদৌ? তাহলে জেনে নিন এখুনই, নইলে বড়সড় বিপদে পড়ে যাবেন। আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করেছে। আর এই নয়া দাম সাধারণ মানুষের চোখ একপ্রকার কপালে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষের। আজ জ্বালানি কিনতে গিয়ে রীতিমতো চমকে উঠছেন বাংলার মানুষ। এক ধাক্কায় আজ তেলের দাম বেড়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে।

এদিন কোচবিহারে একলাফে পেট্রোলের দাম বেড়েছে ১.০৭ টাকা। সেখানে আজ ডিজেলেরও এক ধাক্কায় দাম বেড়েছে ১ টাকা। অন্যদিকে জলপাইগুড়িতে পেট্রোলের দাম বেড়েছে ৫৮ পয়সা। সেখানে ডিজেলও হয়েছে মহার্ঘ। এখানে আজ ডিজেলের দাম বেড়েছে ৫৪ পয়সা। আপনিও যদি নদীয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে জরুরি খবর। এদিন নদীয়াতে পেট্রোলের দাম বেড়েছে ৬২ পয়সা। তবে কিছুটা হলেও জ্বালানির দাম কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলিতে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আজ উত্তর ২৪ পরগনায় ডিজেলের দাম কমেছে ৩০ পয়সা, হুগলিতে ১০ পয়সা। আজ  কলকাতাতে পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ তিলোত্তমায় পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। অন্যদিকে আলিপুরদুয়ারে আজ পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৬ টাকায়। এছাড়া ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়।

কোচবিহারে পেট্রোল বিকোচ্ছে ১০৭.৫১ টাকায়। এছাড়া ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৯৩ টাকায়। দুই দিনাজপুরে আজ যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৩ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল লিটার পিছু বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৩.৫০ এবং ৯৩.০৭ টাকায়। কালিম্পঙে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৫.৯৮ টাকায়। এদিন এখানে ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯২.৭১ টাকায়।

petrol pump fuel station

জলপাইগুড়িতে আজ পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৩১ টাকায়। ডিজেল সেখানে লিটার পিছু বিকোচ্ছে ৯৩.০২ টাকায়। এছাড়া মালদায় পেট্রোলের দাম ১০৫.৯১ টাকা, ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৬৫ টাকায়। অন্যদিকে আজ শৈলশহর দার্জিলিং-এ জ্বালানির দাম কত জানেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এদিন দার্জিলিং-এ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৫.৯৮ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭২ টাকায়।

আরও পড়ুনঃ ষষ্ঠ দিনেও ঝড় অব্যাহত! সানি দেওলের গদরের মোট আয় ভয় ধরাচ্ছে শাহরুখের পাঠানকে

বাঁকুড়ায় আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৪৪ টাকায় ও ডিজেল বিকোচ্ছে লিটার পিছু ৯৩.১৫ টাকায়। অন্যদিকে বীরভূমে পেট্রোল ও ডিজেল আজ বিকোচ্ছে যথাক্রমে ১০৬.৬৪, ৯৩.৩৪ টাকায়। আপনিও কি কলকাতার বাসিন্দা?। জ্বালানির দাম জানেন? তাহলে জেনে নিন। আজ কলকাতাতে আজ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিন শহরে পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টকায়।

 

হাওড়াঃ পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা।
মুর্শিদাবাদঃ পেট্রোল ১০৭.০১ টাকা, ডিজেল ৯৩.৬৮ টাকা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাঃ পেট্রোল ১০৬.২৮ এবং ১০৬.২২ টাকা। ডিজেল ৯৩ এবং ৯২.৯৪ টাকা।
হুগলিতঃ পেট্রোল ১০৬.৩৫ টাকা, ডিজেল ৯৩.০৬ টাকা।
ঝাড়গ্রামঃ পেট্রোল ১০৬.৭২ টাকা, ডিজেল ৯৩.৩৭ টাকা।