জারি পেট্রল-ডিজেলের নয়া রেট, সবথেকে সস্তা ৭৯.৭৪ টাকা! বাংলার নয় জেলায় ২ টাকা বাড়ল দাম

প্রতিদিন সকাল ৬ টায় তেল কোম্পানিগুলো নিজেদের দামের নয়া তালিকা প্রকাশ করে। অনেকদিন হয়ে গিয়েছে পেট্রলের দামে সেরকম ফারাক আসেনি। বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের জন্য ৯৬.৭২ টাকা খরচ করতে হবে আপনাকে। সারাদেশে রাজ্য বিশেষে তেলের দাম বিভিন্নরকম।
দেশের সবচেয়ে সস্তা তেল পাওয়া যাচ্ছে পোর্ট ব্লেয়ারে। সেখানে পেট্রল ৮৪.১০ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৭৯.৭৪ টাকা লিটারে বিক্রি হচ্ছে। দেশের সবচেয়ে দামী তেল রাজস্থানের গঙ্গানগরে। সেখানে পেট্রলের দাম ১১৩.৪৯ টাকা প্রতি লিটার আর ডিজেলের জন্য দিতে হবে ৯৮.২৪ টাকা। কিন্তু বঙ্গের বিভিন্ন জেলায় কত টাকা করে লাগছে?
পুজোর আগে একেবারে ৯টি জেলায় দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজকে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। দার্জিলিং এ সর্বোচ্চ দাম বেড়েছে। সেখানে প্রতি লিটার পেট্রলের জন্য ১টাকা ৯৮ পয়সা বেশি দিতে হবে গ্রাহকদের। ডিজেলের ক্ষেত্রেও ১ টাকা ৫৪ পয়সা বেড়েছে।
কিছু জেলায় অবশ্য সামান্য দাম কমেছে, তাই চলুন দেখেনি বাংলার কোন জেলায় কতদামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল
আলিপুরদুয়ার: পেট্রল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৩.৯০ টকা।
বাঁকুড়া : পেট্রল ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা।
বীরভূম : পেট্রল ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা।
কোচবিহার: পেট্রল ১০৭.৩৯ টাকায়,ডিজেল ৯৪.০৩ টাকা।
উত্তর দিনাজপুর : পেট্রল ১০৬.৫৩ টাকা, ডিজেল ৯৩.২৩ টাকা
দক্ষিণ দিনাজপুর : পেট্রল ১০৬.৩৬ টাকা, ডিজেল ৯৩.০৭ টাকা।
দার্জিলিঙ: পেট্রল ১০৭.৮৫ টাকা, ডিজেল ৯৪.১৫ টাকা।
হুগলি : পেট্রল ১০৬.৫২ টাকা, ডিজেল ৯৩.২২ টকায়।
জলপাইগুড়ি: পেট্রল ১০৬.০২ টাকা, ডিজেল ৯২.৭৫ টাকা।
মালদা: পেট্রল ১০৫.৯৬ টাকা, ডিজেল ৯২.৭০ টাকা।
ঝাড়গ্রাম: পেট্রল ১০৬.৮৯ টাকা, ডিজেল ৯৩.৫৩ টাকা।
কালিম্পং: পেট্রল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭১ টাকা।
হাওড়া: পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯৪.০৯ টাকা।
মুর্শিদাবাদ: পেট্রল ১০৬.৮২ টাকা, ডিজেল ৯৩.৫০ টাকায়।
উত্তর ২৪ পরগনা: পেট্রল ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩ টাকা।
দক্ষিণ ২৪ পরগনা: পেট্রল ১০৬.২২ টাকা, ডিজেল ৯২.৯৪ টাকা।
নদিয়া: পেট্রোল ১০৭.২০ টাকা, ডিজেল ৯৩.৮৫ টকা।
পূর্ব মেদিনীপুর: পেট্রল ১০৫.৪৮ টাকা, ডিজেল ৯২.২২ টাকা।
কলকাতাতে পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। পেট্রল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকাতে আর ডিজেল এর জন্য ৯২.৭৬ টাকা দিতে হবে গ্রাহকদের।
পশ্চিম মেদিনীপুর: পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা।
পূর্ব বর্ধমান: পেট্রল ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা।
পশ্চিম বর্ধমান: পেট্রল ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা।
পুরুলিয়া: পেট্রল ১০৬.৭২ টাকা, ডিজেল ৯৩.৪১ টাকা