এবার বড়সড় বিতর্কের সৃষ্টি করবেন খোদ দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি। সম্প্রতি দেশের রেশন ব্যবস্থা (Rationing) বড় ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী তাঁর আচমকা এক সিদ্ধান্তের কারণে চমকে যান সকলে। বিশেষ করে যাদের কাছে রেশন কার্ড (Ration Card) রয়েছে তাঁদের জন্য বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী।
সম্প্রতি ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গ জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে বিনামূল্যে রেশন প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে দেশের ৮০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন বলে জানা যায়। তবে তাঁর এই ঘোষণা নিয়েই একপ্রকার ধন্ধে পরে গেলেন দেশের সাধারণ মানুষ। কারণ খাদ্য মন্ত্রকের তরফে এমন এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা দেখে সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন।
আসলে বুধবার প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টনমন্ত্রক জানায়জর দেশের গরিব উপভোক্তাদের খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র অধীনে ৮০ কোটির বেশি ভারতীয়কে ১ জানুয়ারি, ২০২৩ থেকে এক বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। এদিকে এই বিজ্ঞপ্তির পরেই একপ্রকার হাতে চাঁদ পেয়ে গেছে বিরোধীরা।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী যে কথা বললেন, মন্ত্রকের বিবৃতিতে তার উল্লেখ নেই কেন? এটা কী হচ্ছে?” পরে বলেন, “বিজেপি হল ভারতীয় ঝুটা পার্টি। আর ওদের প্রধান মুখ যিনি, তিনি মিথ্যার জগৎগুরু।”
বর্তমানে পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক সরকারি বিবৃতিতে খাদ্য মন্ত্রক জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এক বছরের জন্য অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই) পরিবার এবং পিএমজিকেএওয়াই-এর আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের (পিএইচএইচ) সুবিধাভোগীদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে কেন্দ্র।
এনএফএসএর আওতায় গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৫০ শতাংশকে দুটি বিভাগের আওতায় আনা হচ্ছে। এএওয়াই পরিবারগুলি, যারা দরিদ্রতম, তারা প্রতি পরিবারে প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পাওয়ার অধিকারী। অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলি প্রতি মাসে জনপ্রতি পাঁচ কেজি খাদ্যশস্য পায়।
গরীবদের সাহায্য করাই হল বড় লক্ষ্য কেন্দ্রের। মন্ত্রক জানিয়েছে, দরিদ্র সুবিধাভোগীদের আর্থিক বোঝা দূর করতে এবং দেশব্যাপী অভিন্নতা এবং এনএফএসএ (২০১৩) এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।