ফের বিশ্ব দরবারে অপমানিত কাঙাল পাকিস্তান! কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে ঘাড়ধাক্কা খেল আমেরিকায়

পাকিস্তান নিয়ে (pakistan) একটা কথা চলে মাঝেমধ্যেই, আর তা হলো, ‘A day Without humiliation is a day wasted’। কথাটা যে কোনোভাবেই অত্যুক্তি নয়, সেটা ফের প্রমাণ করে দিল পাকিস্তান সরকার। কাশ্মীর (kashmir) নিয়ে ন্যাকা কাঁদুনি যে আর কেও পছন্দ করেছেনা সেকথা বোধ হয় তারা বুঝতেই পারছেনা। আর মার্কিন মুলুকে যা হলো তারপর থেকে আরো একবার নাক কাটা গেল সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের।

ঘটনাটি ঘটেছে আমেরিকার প্রেস ক্লাবে। সেখানে পাকিস্তানের নাগরিক কাশ্মীর নিয়ে এমন সমস্যা তৈরী করেন যে, আধিকারিকরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যেকোন পাকিস্তানিকে মঞ্চ দিলে তারা নিজের দেশের তুলনায় কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে বেশি ভালোবাসে। আর সেই করতে গিয়ে চূড়ান্ত অপমানিত হলো পাকিস্তান।

ঘটনাটা ঘটার পিছনে আসল কারণ কাশ্মীরের বদলে যাওয়া পরিস্থিতি। সেখানে আলোচনায় ভাগ নেওয়ার জন্য উপস্থিত হয় কিছু কাশ্মীরীও। তারা সবাই ভারতের হয়ে স্বরভারী করেন। একবাক্যে ভারতকে সমর্থন যুগিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি অনেকটাই শান্ত। এছাড়া মোদী সরকারের বিভিন্ন নীতির ব্যপক প্রশংশা করেন তারা।

shahbaz sharif 1

কিন্তু কাশ্মীর এবং কাশ্মীরিদের ভালোথাকার বিষয় শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে পাকিস্তানিরা। তাঁদের দাবি ধারা ৩৭০ এবং ধারা ৩৫ ‘এ’ প্রত্যাহারের পর স্বাধীনতা খর্ব করা হয়েছে আম কাশ্মীরিদের। কাশ্মীরিরা না মানলেও পাকিস্তানিদের কথা অনুযায়ী সেখানে নাকি বিরাট অত্যাচার করা হয়। আর তাদের প্রপাগান্ডা যেমন চলতে থাকে তাই নিয়ে হৈহল্লা শুরু করে দেয় তারা।

গন্ডগোলের ব্যপার বুঝতে পারে নিরাপত্তা রক্ষীরা তাঁদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এদিকে লম্পট, উচ্ছৃঙ্খল পাকিস্তানি আধিকারিককে বের করার সময়ও চিল্লাতে ভোলেনি। তার দাবী, কাশ্মীরে নাকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এদিকে পাকিস্তানিদের এমন উত্তর দেয় কাশ্মীরিরা যে, তারপর আর নতুন করে বলার কিছু থাকেনা।

এক কাশ্মীরি বক্তা বলেন, ‘ভগবান আপনাকে সৎ বুদ্ধি দিক। গোটা বিশ্ব দেখলো আপনারা কেমন। আমরা জানতাম আপনারা কী! আজ ওয়াশিংটন ডিসি জানলো। গোটা বিশ্ব জানলো। কাশ্মীরের আসল সমস্যার জন্য আপনারাই দায়ি। কাশ্মীরে অশান্তির সৃষ্টিকর্তা আপনারাই।’ এদিকে মন্তব্যের পরই গোটা ঘর জুড়ে শুরু হয় হাততালি ও হর্ষধ্বনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button