বিশ্বকাপের আবহে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর মন্তব্য ভাইরাল হচ্ছে। যাকে কেন্দ্র করে ভারতীয় সমর্থকদের একাংশ বেশ ক্ষুব্ধ। পাকিস্তানের সেই সুন্দরীর দাবি, বাংলাদেশের সামনে পরাজিত হবে ভারত। আর সত্যি যদি এমনটা হয় তাহলে সাকিবদের সঙ্গে ফিশ ডিনারে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেত্রী।
ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি। এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সেহর শিনওয়ারি সামাজিক মাধ্যমে বলেছেন, “আমার বাঙালি বন্ধুরা আগামী দিনে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। যদি ওদের দল ভারতকে বিশ্বকাপের আগামী ম্যাচে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং বাঙালি বন্ধুদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।” বলা বাহুল্য অভিনেত্রী এই মন্তব্য করেছিলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর। এশিয়া কাপের পর চলতি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান।
উপরে উল্লেখিত ওই মন্তব্যের পর পাকিস্তান বির্তকির অভিনেত্রী আবারও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশ ইন্ডিয়াকে গো হারা হারাবে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখুন, ম্যাচ শেষ হলে দেখাবেন।”
ভারত এবারের ওডিআই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। প্রথম তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচেই রোহিত শর্মারা জিতেছেন। খাতায় কলমে বাংলাদেশের বিরুদ্ধে অনেকটা এগিয়ে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে নেটিজেনদের কেউ কেউ বলছেন, বাংলাদেশ হারবে জেনেই ফিশ ডিনারের কথা বলেছেন সেহর শিনওয়ারি।