কাঙাল হলেও এখনো মাথা থেকে ভূত নামেনি পাকিস্তানের! এবার ভারতকে তাঁতিয়ে বড় বয়ান শরীফের

বর্তমানে দেউলিয়া হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের (India) প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan)। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থার কাছে তাঁরা ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছে। যদিও, সবাই তাদের এবার খালি হাতেই ফিরিয়েছে। কিন্তু পাকিস্তানের পরম মিত্র চিন ৭০০ বিলিয়ন ডলার দিয়ে সামান্য সাহায্য করেছে। যদিও এই টাকা পাকিস্তানকে বাঁচাতে পারবে না। গোটা দেশ যখন ডোবার মুখে, তখন এই টাকা তাদের হাতে নস্যির থেকেও কম। কিন্তু দেশ ডুবতে বসলেও বড়বড় বকুনি কমেনি পাকিস্তানের। আর সেই কারণে এবার তাঁরা ভারতকে এক হুমকিও দিয়ে দিল।
পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব সোমবার বলেছে যে “শান্তিপ্রিয় রাষ্ট্রের” উপর যুদ্ধ চাপিয়ে দিলে সশস্ত্র বাহিনী “শত্রুর বিরুদ্ধে যুদ্ধ” করতে প্রস্তুত। ভারত-পাকিস্তান বায়ুসেনার সংঘর্ষের বছরপূর্তিতে পাকিস্তানি সেনা এক বয়ানে এই কথা বলেছে।
পাকিস্তান বলেছে, “আমরা শান্তিপ্রিয় রাষ্ট্র হওয়া সত্ত্বেও যদি কখনও আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী শুধু মাতৃভূমির প্রতি ইঞ্চি রক্ষাই করবে না, শত্রুর বিরুদ্ধেও লড়াই করবে।”
সেনাবাহিনী আরও বলেছে, “বিভ্রমের বশবর্তী হয়ে করা যেকোনো দুঃসাহসিক অভিযানের পূর্ণ শক্তির সাথে যোগ্য জবাব দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।” প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, তবে এটি সুরক্ষার দায়িত্ব সম্পর্কেও সচেতন।
শরীফ বলেন, “পুলওয়ামা হামলার অজুহাতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করা ভারতীয়দের যোগ্য জবাব দেওয়ার জন্য আজ দেশ PAF কে পূর্ণ সম্মান জানায়। আমরা সকলের সাথে শান্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি, তবে আমরা জাতীয় প্রতিরক্ষার আমাদের উদ্দেশ্যগুলিরও দিকেও সচেতন। এ নিয়ে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয়।”