পাকিস্তানের হারে মেজাজ খোয়ালেন রামিজ রাজা, তেড়ে গেলেন সাংবাদিকদের দিকে

গতকাল এশিয়া কাপের ফাইনালে দারুণ খেলা দেখিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিং হোক বা বোলিং, সবেতেই তারা পাকিস্তানিদের দুমড়ে মুচড়ে দিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। এই বছর এশিয়া কাপের দুর্দান্ত দল পাঠিয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলেও পরপর পাঁচ ম্যাচে জয় হাসিল করে কাপ জেতা নিশ্চিত করেছে।

এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। আর প্রথমেই ১৭০ রানের এক বড় পাহাড় তুলে দেয় পাকিস্তানের সামনে। পাকিস্তানকে শেষমেষ ২৩ রানে পরাজিত হতে হয় লঙ্কানদের সামনে। শুধু তাই না, ম্যাচ হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজাকে সাংবাদিকদের সাথে প্রকাশ্যে ধাক্কাধাক্কি করতে দেখা যায়।

ভারতের বিরুদ্ধে পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এদিনও তার অন্যথা হয়নি। কিন্তু শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেই রানের পাহাড় গড়ে দেয় পাকিস্তানের সামনে। ভানুকা রাজাপক্ষে ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে ৭১ করেন। আর তাকে যোগ্য সঙ্গত দেন ভানিন্দু হাসরাঙ্গা। ঝোড়ো ২১ বলে ৩৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার এর সামনে ব্যর্থ হয় পাকিস্তানের বোলিং অর্ডার।

ম্যাচ শেষ হওয়ার পর যখন ভারতীয় সাংবাদিকরা রামিজ রাজাকে জিজ্ঞাসা করেন যে, ‘পরাজয়ে অসন্তুষ্ট পাকিস্তানি জনসাধারণের জন্য তার কাছে কোনো বার্তা আছে কি না ?’ এ প্রশ্নে রেগে গিয়ে সবার সামনে সাংবাদিকের ফোন টেনে ধরতে দেখা যায় তাকে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।

২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন ভানুকা রাজাপক্ষে। ৪৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে রাজাপক্ষে অপরাজিত ৭১ রান করেন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা মাত্র ২১ বলে ঝড়ো ৩৬ রান করে দিয়ে যান। দুজনেই অতিদ্রুত ৫৮ রানের জুটি গড়েন। যেখানে শুরুর দিকে শ্রীলঙ্কার স্কোর ছিল পাঁচ উইকেটে ৫৮। এই জুটির কারণে পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারের খেলায় ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সারা বিশ্বের সামনে হস্যস্পদ হয় পাকিস্তানের ব্যাটিং অর্ডার। এদিন শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার প্রমোদ মধুশান, তিনি মাত্র ৩৪ রান দিয়ে ৪ টে উইকেট নিয়ে নেন। এরপর ওয়ানিন্দু হাসরাঙ্গা বল হাতেও পাকিস্তানের ব্যাটিং অর্ডার কাঁপিয়ে দেন। মাত্র ২৭ রান দিয়ে ৩ টি উইকেট নিয়ে নেন তিনি। এদিন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিখার আহমেদ ৭১ রানের পার্টনারশিপ করলেও, পাকিস্তান শেষপর্যন্ত জয় হাসিল করতে পারেনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button