এশিয়া কাপের (Asia Cup) সুপার-৪ পর্যায় শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান (Pakistan) ইতিমধ্যে একটি ম্যাচও খেলে নিয়েছে, যেখানে তারা বাংলাদেশকে (Bangladesh) এক পর্যায়ে নাকানিচোবানি খাইয়ে হারিয়েছে। এরপর পাকিস্তানের দ্বিতীয় খেলা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের (India) সঙ্গে। আগামী ১০ অক্টোবর রবিবার এশিয়া কাপে (Asia Cup) ফের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান (Pakistan national cricket team) এবং ভারতীয় দল (India national cricket team)।
সুপার-৪ এ এই ম্যাচ নিয়ে এমনিতেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধু দুই দেশই নয়, গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এশিয়া কাপে এর আগেও ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল বাবর আজমরা। সেই ম্যাচে ভারত টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথম ব্যাট করে ২৬৬ রান করেছিলে। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ ধুয়ে যায় এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
এদিকে সুপার-৪ এর পর এশিয়া কাপের ফাইনালেও দুই দলের মধ্যে ফের খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এর আগে দুই দলকে নিজেদের সেরা খেলা দেখিয়ে প্রথম দুইয়ে থাকতে হবে। কিন্তু ১০ তারিখ মাঠে নামার আগেই বড়সড় ঝটকা খেল বাবর আজমের পাকিস্তান। ICC-র এক ঘোষণায় হতাশ বাবররা।
আসলে হয়েছে কী, আইসিসি ওয়ানডে দলের র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া এক নম্বর স্থানে উঠে এসেছে র্যাঙ্কিংয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে টিম অস্ট্রেলিয়া ম্যাচটি ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ODI র্যাঙ্কিংয়ে দুই নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। ওডিআই র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছে ভারতীয় দল।