বন্ধু তুর্কির সঙ্গে বেইমানি! ত্রাণের নামে এমন সামগ্রী পাঠাল কাঙাল পাকিস্তান, চারিদিকে ছিঃ ছিঃ রব

কিছুদিন আগে তুরস্ক (Türkiye) ও সিরিয়ায় (Syria) ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প (Earthquake) হয়েছিল। ভূমিকম্পের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সারা বিশ্ব তুরস্ক ও সিরিয়ার জন্য প্রার্থনা করছে এবং অনেক দেশ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। এরই মধ্যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা পাকিস্তানও (Pakistan) তুরস্কে সাহায্য পাঠিয়েছে। কিন্তু সেখানকার লোকেরা যখন সেই ত্রাণ সামগ্রী খুলে দেখেন, তখন পাকিস্তানের মুখোশ খুলে যায়। এটি সেই ত্রাণ সামগ্রী, যা তুরস্ক গত বছর পাকিস্তানে পাঠিয়েছিল যখন দেশের বেশিরভাগ অঞ্চল বন্যার কবলে ছিল। একটি নিউজ চ্যানেলে এমন দাবি করেছেন পাকিস্তানের এক সাংবাদিক।

একজন সিনিয়র পাকিস্তানি সাংবাদিক একটি নিউজ চ্যানেলের প্রোগ্রামে দাবি করেছেন যে, ইসলামাবাদ থেকে আঙ্কারায় যে ভূমিকম্পের ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল তা আসলে গত বন্যার পর তুরস্কই পাকিস্তানকে পাঠিয়েছিল। পাকিস্তানি নিউজ চ্যানেল জিএনএন-এ এই চমকপ্রদ দাবি করেছেন সাংবাদিক শহিদ মাসুদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে যখন তুরস্কে পাঠানো ত্রাণ সামগ্রীর তদারকি করছেন, তখন সাংবাদিকের এই দাবি ঘিরে তুলকালাম সৃষ্টি হয়েছে।

মাসুদ বলেন, ‘তুরস্ক থেকে একটা অদ্ভুত খবর আসছে। সিন্ধু থেকে সেখানে পণ্য পৌঁছেছে। এতে পাকিস্তান সরকারের ট্যাগ লাগানো ছিল। প্যাকেট খুলতেই ভেতর থেকে লেখা জ্বলজ্বল করে ওঠে যে ‘তুরস্কের তরফ থেকে ভালোবাসার সঙ্গে…’। বন্যার দিনে তাঁরা যে সামগ্রী পাঠিয়েছিলেন, তা পুনরায় প্যাক করে ফেরত পাঠানো হয়েছে। আহ কি লজ্জা!’ হোস্টও বললেন, ‘এটা লজ্জার।’ তবে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।

ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধারকাজে ব্যস্ত তুরস্ক। তুরস্কে এখন পর্যন্ত ৩৮,০৪৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারত সহ বিশ্বের অনেক দেশই তুরস্ক ও সিরিয়ায় ত্রাণসামগ্রী পাঠাচ্ছে এবং উদ্ধারকাজে সহায়তা করছে। এইর মধ্যে নাম রয়েছে পাকিস্তানের, যারা নিজের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। বৃহস্পতিবার দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে, এক সপ্তাহ আগে শাহবাজের তুরস্ক সফর বাতিল হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button