বাঁচিয়ে দিল বৃষ্টি, সেমিতে বাবররা? নিউজিল্যান্ড হারলেও চাপে পাকিস্তান! সুবিধা হল এই দলের

২০২৩ বিশ্বকাপের (Cricket World Cup) ৩৫তম ম্যাচে ৪ অক্টোবর বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড (New Zealand) ও পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইসের নিয়মে ২১ রানে জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের এই রোমাঞ্চকর জয়ে দারুণ ভাবে লাভবান হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, চাপ বেড়েছে নিউজিল্যান্ডের ওপর।

   

সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার জায়গা কার্যত নিশ্চিত হয়ে গেল। সাউথ আফ্রিকান দলের আগে আয়োজক ভারতীয় দল সেমিফাইনালের টিকিট বুক করেছিল। নিউজিল্যান্ডের ওপর চাপ বাড়িয়ে বিশ্বকাপ ক্রম তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেট দল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলেছে সবুজ বাহিনী। এর মধ্যে চারটি ম্যাচে জিতেছে তারা, আর হেরেছে চারটি ম্যাচে। পাকিস্তানের নামের পাশে আট পয়েন্ট, নেট রান রেট ০.০৩৬।

অন্যদিকে পাকিস্তানের এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কিউইরা। আট ম্যাচের চারটিতেই হেরেছে নিউজিল্যান্ড। কিউই দলেরও রয়েছে আট পয়েন্ট, নেট রান রেট ০.৩৯৮। এবারের বিশ্বকাপে আয়োজক ভারত পয়েন্ট টেবিলের প্রথম স্থানে অবস্থান করছে। ব্লু দল তাদের (সাত) সবকটি ম্যাচ জিতেছে। এ কারণেই ১৪ পয়েন্ট (২.১০২) নিয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।

pakistan team wc

টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। এ ছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকাকে দুটি করে ম্যাচ খেলতে হবে এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের একটি করে ম্যাচ বাকি রয়েছে। অন্য দলগুলোরও ম্যাচ বাকি আছে। এমন পরিস্থিতিতে আসন্ন ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তানের সামনে এখনও খোলা রয়েছে সেমিফাইনালে যাওয়ার রাস্তা।