শ্রীলঙ্কাকে (Sri lanka) হারিয়ে ২০২৩ বিশ্বকাপের (Cricket World Cup) সেমিফাইনালের জন্য প্রায় যোগ্যতা অর্জন করে ফেলেছে নিউজিল্যান্ড (New Zealand)। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১০ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান মজবুত করতে পেরেছে নিউজিল্যান্ড। কিউই দলের রান রেটও বেশ ভালো। নিউজিল্যান্ডের এই জয় পাকিস্তানের (Pakistan) সেমিফাইনালের আশা প্রায় ভেঙে দিয়েছে। এখন কোনো অলৌকিক ঘটনাই পাকিস্তানকে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যেতে পারবে।
আফগানিস্তানের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে ম্যাচ চলাকালীন কোনও সমস্যা দেখা দেয়নি। প্রাকৃতিক কারণে না হলেও নিউজিল্যান্ডের বোলাররা শ্রীলঙ্কা শিবিরকে লন্ডভন্ড করে দিয়েছিল। সেমিফাইনালে জায়গা পাকা করার আশায় থাকা নিউজিল্যান্ড মাত্র ১৭১ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কাকে। এখনকার ক্রিকেটে ১৭২ রানের টার্গেট কখনোই কঠিন বলে বিবেচিত হয় না। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও এটাকে কঠিন মনে হতে দেননি।
২৩.২ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে ডেভন কনওয়ে ৪৫, রাচিন রবীন্দ্র ৪২ ও ড্যারিল মিচেল ৪৩ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ড টিমের চার নম্বরে থাকার সম্ভাবনা প্রবল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিগ পর্বের প্রথম ও চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
বর্তমানে পাকিস্তানকে সেমিতে যেতে গেলে পাহাড় প্রমাণ রান রেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে। এমনকি পাকিস্তান যদি ৪০০ রানও করে, তাহলেও রক্ষে নেই। কারণ বাবরদের জিততে হবে প্রায় ৩০০ রানে। তাই বাবরদের যে এবারের বিশ্বকাপের অভিযান শেষ হল, তা আর বলার অপেক্ষা রাখে না। ওদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য প্রাণপণে লড়ছে বাংলাদেশের টিম। বিশ্বকাপে শেষ আটে নিজেদের রাখতে পারলেই চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেয়ে যাবে সাকিবরা।