পাকিস্তানকে বড় বাঁশ দিয়ে দিল আফগানিস্তান! বিদায়ের পথে বাবররা, মুখে হাসি বাংলাদেশের

বিশ্বকাপের (Cricket World Cup) ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan) ও নেদারল্যান্ডস (Netherlands)। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ডাচদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের সামনে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত সাত উইকেটে ঐতিহাসিক জয় লাভ করে আফগানিস্তান। চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয় পেল আফগানরা।

   

এই বিশ্বকাপের আগে এই দলটি মাত্র একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। তবে এবার দুই ম্যাচ বাকি থাকতেই চারটি জয় পেয়েছে আফগানিস্তানের দল। আগামী ৭ ও ১০ নভেম্বর যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি বড় ম্যাচ খেলতে হবে এই দলকে। এই দুই বাধা অতিক্রম করতে পারলে সেমিফাইনালে পৌঁছে সবাইকে চমকে দিতে পারে এই আফগানিস্তান।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমকক্ষ হয়েছে আফগানিস্তানের দল। শুধু তাই নয় পয়েন্টের দিক থেকেও পাকিস্তানের (Pakistan) চেয়ে এগিয়ে গেছে আফগান দল। ৭ ম্যাচে ৪ জয়ে আফগানিস্তানের পয়েন্ট এখন ৮। আফগান ব্রিগেড এখন টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। নেদারল্যান্ডসের এই পরাজয়ের পর ডাচদের সেমিফাইনালের স্বপ্ন কার্যত নিজে যেতে বসেছে। চাপ বেড়েছে পাকিস্তানের ওপরেও। ডাচ দলটি এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৫ টিতে হেরেছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছে এই দলটি।

প্রথমে খেলতে নেমে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় পুরো নেদারল্যান্ডস দল। সাইব্রান্ড অ্যাঞ্জেলব্রেক্ট ৫৮ রান করেন, তিনিই এদিনের ম্যাচের দলের সর্বোচ্চ স্কোরার। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি নেন ৩ উইকেট। এছাড়া দু’টি করে উইকেট নেন নূর আহমেদ ও মুজিবুর রহমান। এই ম্যাচে নেদারল্যান্ডসের চার জন খেলোয়াড় রান আউট হন।

babar afghanistan

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আফগানিস্তান। ২৭ রানে প্রথম ধাক্কা ও ৫৫ রানে দ্বিতীয় ধাক্কা খায় দলটি। এরপর রহমত শাহ আবারও তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে ৫২ রান করে দলের ইনিংস সামাল দেন। শেষ পর্যন্ত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির অপরাজিত ৫৬ রানের ইনিংস দলকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। ৩১.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আফগানিস্তান।