আগামীকাল রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার-৪ এ ফের মুখোমুখি হতে চলেছে ভারত (India national cricket team) পাকিস্তান (Pakistan national cricket team)। এই ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্বেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এর আগে দুই দল গ্রুপ পর্যায়ে মুখোমুখি হলেও খেলা সম্পূর্ণ হয়নি। বৃষ্টির জন্য খেলা ড্র হয়ে যায় এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। তবে এবার খেলা সম্পূর্ণ হওয়ার আশা রয়েছে, কারণ এবার রিজার্ভ ডে’ও রাখা হয়েছে।
এদিকে, এই ম্যাচের পর ফের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। যদিও, তাঁর জন্য দুই দলকেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে জিততে হবে। বলে দিই, গ্রুপ পর্যায়ে পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও, বাবরদের (Babar Azam) ব্যাটিং কোনও পরীক্ষার মধ্যে পড়েনি। তবে, এবার বাবরদের নাকানিচোবানি খাওয়ানোর পুরো প্ল্যান বানিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে, ম্যাচের ঠিক এক দিন আগেই বড় মন্তব্য করে বসলেন পাকিস্তান দলের অধিনায়ক।
শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কায় দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা ভারতের বিপক্ষে এশিয়া কাপের ‘সুপার ফোর’ ম্যাচে তার দলকে সুবিধা দেবে।” আপনাদের বলে দিই যে, জুলাইয়ে টেস্ট সিরিজের পর থেকে পাকিস্তানের অনেক খেলোয়াড় শ্রীলঙ্কায় একটানা খেলছেন। টেস্ট সিরিজের পর এই খেলোয়াড়রা এখানে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কা প্রিমিয়ার লিগ ও ওয়ানডে সিরিজও খেলেছেন।
Pakistan and India face off in the Super 4 showdown on Sunday!
🎟️ Get your tickets at https://t.co/HARU9vsaGB#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/MfJ9DeLXTU
— Pakistan Cricket (@TheRealPCB) September 9, 2023
এ প্রসঙ্গে বাবর বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় একটানা ক্রিকেট খেলছি, আপনি বলতে পারেন ভারতের থেকে বেশি আমাদের সুবিধা হবে। আমরা প্রায় দুই মাস ধরে শ্রীলঙ্কায় আছি। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং তারপর লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি। তাই বলা যায় আমরাই সুবিধা পাব।” তবে বাবাবর আজম এও স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার মাটিতে খেললে কী হবে, তাদের থেকে অনেক বেশি সমর্থন পাবে ভারতীয় দল।