গোটা দেশ জুড়ে হবে আন্দোলন, পরপর হেরে মহা পাকিস্তান টিম! পদত্যাগের দাবি বাবরের

বিশ্বকাপ ২০২৩-এ (Cricket World Cup) আফগানিস্তানের (Afghanistan) কাছে ৮ উইকেটে হেরেছে পাকিস্তান (Pakistan national cricket team)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) সর্বোচ্চ ৭৪ রান করেন। আবদুল্লাহ শফিক (৫৮), শাদাব খান (৪০) ও ইফতিখার আহমেদ (৪০) ছিলেন পাকিস্তানি ইনিংসের প্রধান অবদানকারী। তিনটি উইকেট নেন আফগানিস্তানের নূর আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান (৮৭), রহমানুল্লাহ গুরবাজ (৬৫), রহমত শাহ (৭৭) ও হাশমতউল্লাহ শাহিদি (৪৮)। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল আফগানিস্তান।

   

পাকিস্তানের পরাজয়ের সাথে সাথে পাকিস্তানের নায়িকা সেহের শেনওয়ারির (Sehar Shinwari) এক্স (পূর্বে টুইটার) আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও তার দলের পদত্যাগ দাবি করেছেন শিনওয়ারি। শিনওয়ারি বলেন, যদি তা না হয়, তাহলে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন।

ম্যাচের আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক (১৭) প্রথম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন। তবে ইমামকে আউট করে আফগানিস্তানকে সাফল্য এনে দেন আসমতউল্লাহ ওমরজাই। বাবর আজমের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন শফিক। শফিক দুটি ছক্কা ও পাঁচটি চার হাঁকান। চার নম্বরে নামা মহম্মদ রিজওয়ান (৮) হতাশ করেছেন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। সৌদ শাকিলও (২৫) খুব বেশি কিছু করতে পারেননি। নূর বাবরকে সাজঘরে ফেরত পাঠাতে সক্ষম হন। বাবর ৯২ বলের ইনিংসে একটি ছক্কা ও চারটি বাউন্ডারি উপহার দিয়েছেন তার ভক্তদের। ৪১.৫ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২০৬/৫।

তবে শাদাব ও ইফতিখারের একের পর এক লড়াই পাকিস্তানকে ভালো স্কোর করতে সহায়তা করে। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে এই জুটি। ইফতিখার ২৭ বলে চারটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন। শাদাবের অ্যাকাউন্টে একটি ছক্কা ও একটি চার ছিল। শেষ বলে ফিরেছেন শাদাবও। শাহিন আফ্রিদি (৩) অপরাজিত থাকেন। নূর আহমেদ ছাড়াও দুটি উইকেট নেন নবীন-উল-হক। রশিদ খান ও মহম্মদ নবী একটি করে উইকেট নেন।