অস্ট্রেলিয়ার কাছে হেরে মহাফাঁপরে পাকিস্তান! এভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে বাবররা

চলতি বিশ্বকাপে (Cricket World Cup) টানা দুই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেছে অস্ট্রেলিয়া (Australia)। পাকিস্তানকে (Pakistan india national cricket team) ৬২ রানে হারানোর পর অস্ট্রেলিয়ার নেট রান রেট এক ধাক্কায় বেড়েছে অনেকটা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে পড়েছে পাকিস্তান। শীর্ষ চার থেকে ছিটকে গিয়েছে দল। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান দল।

   

পাকিস্তান দলের নেট রান রেট নেতিবাচক। নিউজিল্যান্ড এখনও শীর্ষে এবং ভারত (India) দ্বিতীয় স্থানে রয়েছে। চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ের পর চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নেট রান রেট -০.১৯৩। টানা দ্বিতীয় হারের পর পঞ্চম স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ের পর পাকিস্তানের পয়েন্টও চার। তবে তাদের নেট রান রেট অনেকটা কম, -০.৪৫৬। শীর্ষ চারে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে ছয় নম্বরে।

সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডের জন্য প্রতিটি ম্যাচই মরণ বাঁচনের ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতেই হেরেছে। ফলে তাদের রয়েছে মাত্র দুই পয়েন্ট। সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততে হবে। এছাড়াও, নেট রান রেটও উন্নত করতে হবে। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যারা ইতিমধ্যে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। তবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস।

world cup 2023

২০২৩ বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হচ্ছে। এর মধ্যে ১০টি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। দুই দলের সমান পয়েন্ট থাকলে নেট রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেবে দল। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক নম্বর ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা হবে। ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনালে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে হবে ম্যাচ। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলবে।