কাঙাল পাকিস্তানে গাড়ি চালানোও এখন স্বপ্ন, পেট্রোল-ডিজেলের দাম শুনলে আঁতকে উঠবেন

পাকিস্তান (Pakistan) দেউলিয়া হতে যাওয়ার একদম প্রান্তে রয়েছে। বিদেশী মুদ্রার ভান্ডারের অবস্থা ভাঁড়ে মা ভবানী! মুদ্রাস্ফীতির চাপে পড়ে পাকিস্তানের অবস্থা নাজেহাল। একের পর এক ট্রাজেডি ঘটছে সেদেশে। সর্বশেষ আপডেট অনুযায়ী পাকিস্তানে অবস্থিত কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে পাকিস্তানের চরম মিত্র চিন। অবস্থা বেগতিক দেখে বিশ্বের প্রায় সমস্ত দেশই একঘরে করে দিয়েছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানকে।

নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাকিস্তানীদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে! লেটেস্ট রিপোর্ট পেট্রোল ডিজেলের। এতদিন ভর্তুকি দিয়ে তেল বিক্রি করা হলেও এবার অগ্নিমূল্য হয়ে উঠেছে সেগুলো। এই কারণে পেট্রোল পাম্পে ভিড় এবং মারামারি নিত্য প্রয়োজনীয় ঘটনা হয়ে ওঠেছে। এর মধ্যে আরো একবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি সরকার।

petrol pump 1000x600

পাকিস্তানের সরকারি কোষাগার প্রায় শূন্য। শ্রীলংকার মত নিজেদের দেউলিয়া ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা। আর বিদেশি মুদ্রা ভাণ্ডার তলানিতে এসে নামার ফলে বিদেশ থেকে কোনো প্রয়োজনীয় দ্রব্যও আনতে পারছেনা তারা। এর ফলে পেট্রোল থেকে শুরু করে আটা, সমস্ত কিছুরই আকাল দেখা দিয়েছে।

এর আগে পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে ২৪৯.৮০ এবং ২৬২.৮০ পাকিস্তানি রুপিতে পৌঁছায়। এখন আরো একবার সেই দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। একধাক্কায় এবার ২২.২০ টাকা বাড়ানো হতে পারে। কেরোসিনের দামও ১২.৯০ টাকা বাড়িয়ে ২০২.৭৩ টাকা করা হচ্ছে। উল্লেখ্য বিগত ২০ দিনের মধ্যে পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে ৫৭ টাকা!

এর আগে জানুয়ারি মাসে সরকার লিটার প্রতি ৩৫ টাকা দাম বাড়িয়েছিল। এবার আরো দাম বাড়ানোয় মুদ্রাস্ফীতি আরো বাড়বে বলেও আশা বিশেষজ্ঞদের। কারণ পেট্রোল ডিজেলের দাম সাথে সরাসরি যুক্ত সমস্ত পণ্যের দাম। একইসাথে LPG এর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। সেখানে খোলা বাজারে প্লাস্টিকের মধ্যে করে LPG বিক্রি করা হচ্ছে।

petrolprice 1

দাম বাড়ার পর মার্কেট থেকে শুন্য হয়েছে LPG। বিগত সময়ে ১১২% দাম বেড়েছে LPG এর। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন ময়দার দাম পৌঁছেছে ১২০ টাকা প্রতি কেজিতে, চালের দাম রয়েছে ২০০ টাকা প্রতি কিলো। দুধ বিক্রি হচ্ছে ২১০ টাকা প্রতি লিটারে! মুরগির মাংসের দাম পৌঁছেছে ৭৮০ টাকা প্রতি কিলোর জন্য! এর মধ্যে পেট্রোল ডিজেলের দাম আরেকটু বাড়লে গাড়িতে চাপা একরকম স্বপ্ন থেকে যাবে আম পাকিস্তানির জন্য।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button