কাঙাল পাকিস্তানে চারিদিকে লুটপাট, ১০০০ এর বেশি আটার বস্তা চুরি! পথে নামল শিশু-মহিলারা

পাকিস্তানের (Pakistan) বর্তমান অবস্থা ধীরে ধীরে আরো গভীর সংকটের দিকে এগোচ্ছে। বিশেষ করে খাদ্যাভাবের কারণে ছারখার হয়ে যাচ্ছে তারা। কদিন আগেই খবর আসে যে, ৪০,০০০ টন গম চুরি করে নেয় সরকারি দপ্তরের আধিকারিকরা। আর লেটেস্ট খবর অনুযায়ী আরো দুই জায়গায় ব্যাপক পরিমাণ খাবার চুরি গিয়েছে। নাজেহাল মানুষ শেষপর্যন্ত খাবার চুরি করে নিজের পেট ভরাতে বাধ্য হচ্ছেন।
ঘটনাটি ঘটেছে কোট রাধা কিষাণ এবং কাঙ্গনপুর শহরে। সেখানে সোমবার দিন বিনামুল্যে আটা বিতরণের কাজ চলছিল। সেখানে ১০০০ বস্তা আটা চুরি করে নিয়ে যায় আম জনতা। খাদ্য সংকটের কারণে সারা পাকিস্তানেই নৈরাজ্য ছড়িয়েছে। এমনকি আটা ও গম বোঝাই গাড়ি নিরাপদে আর বেরোতেও পারছেনা।
এতদিন সন্ত্রাসবাদী, সেনা এবং নেতা মন্ত্রীরা লুট করলেও এবার সাধারণ মানুষ নিজেদের অধিকারের স্বার্থে রাস্তায় নেমেছে। আটা এবং গমের ট্রাক দেখলেই ঝাঁপিয়ে পড়ে লুট করে নিয়ে যাচ্ছে আম জনতা। সাথে আম পাকিস্তানির ক্ষোভ বাড়ছে দারিদ্র, বেকারত্ব ও ক্ষুধার কারণে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কাঙ্গনপুরের জামশের কালানে বিতরণ কেন্দ্র থেকে মোট ২৮০ ব্যাগ মাল লুট করে নিয়ে গিয়েছে জনতা।
আটার বস্তা বহনকারী ট্রাকে হামলা চালিয়ে চলতে থাকে লুট। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মহিলারাও কোমর বেঁধে নেমে পড়েন এই কাজে। কোট রাধা কিষাণ শহরে উত্তেজিত জনতা মোট ৭৮১ বস্তা আটা লুট করে নিয়ে যায়। আবার আটা অথবা গম, কিছুই না মেলায় ফুলনগরের মুলতান রোড অবরোধকরে বিক্ষোভ দেখান শত শত বিক্ষোভকারী।
অবস্থা এমন হয়েছে যে, দীর্ঘ প্রতীক্ষার পরও খাবার না পাওয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে পাকিস্তানে। পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান ওঠে। বিশেষ করে দরিদ্র এবং লাঞ্ছিত শ্রেণীর মানুষজন আটার দাবী করে রাস্তা অবরোধ করে বসেন। সোমবার যে ভিডিও সামনে এসেছে সেখানে প্রাপ্তবয়স্ক পুরুষরা তো বটেই সাথে নারী এবং শিশুদেরও ব্যাগ লুট করতে দেখা গিয়েছে।