পাকিস্তান ক্রিকেট দলকে (Pakistan national cricket team) কেন্দ্র করে বিতর্ক থামছে না। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে দল জিতলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) ভাবনা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি এক জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমে কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বাবর আজম (Babar Azam) সহ বর্তমান পাকিস্তান দলের প্রতি PCB-র অভিপ্রায় নিয়ে প্রশ্ন উঠেছে।
এশিয়া কাপের পর চলতি বিশ্বকাপেও পাকিস্তান ক্রিকেট টিম প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে এটি ওডিআই বিশ্বকাপ ২০২৩- এ তাদের তৃতীয় জয়। যা পরিস্থিতি তাতে টুর্নামেন্টে থেকে পাকিস্তানের বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি। অবশ্য অংকের নিয়মে পাকিস্তানের সামনে এখনও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য সেই পথ অনেক কঠিন। সেমিফাইনালের দৌড়ে থাকা অন্য দলকে হারতে হবে ও পাকিস্তানকে বাকি সব ম্যাচে জিততে হবে। সেই সঙ্গে নেট রান রেট ভালো রাখতে হবে। তবেই সেমিফাইনালে যাওয়ার দরজা পাকিস্তান ক্রিকেট দলের জন্য খুলতে পারে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার দাবি করেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় না চলতি বিশ্বকাপে দল ভালো ফল করুক। দল ভালো কিছু না করলেই বরং ক্রিকেট বোর্ড খুশি হবে। বাবর আজমের হাত থেকে অধিনায়কের দায়িত্ব সরিয়ে নিতে চাইছেন কর্তারা। বর্তমান স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারকেও হয়তো বোর্ড কর্তাদের একাংশ আর রাখতে চাইছেন না।”
এরপরেই তিনি বলেছেন, “বিশ্বকাপে দল ভালো ফলাফল করলে বাবর আজম কিংবা স্কোয়াডের ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ কঠিন হয়ে যাবে। ফলাফল ভালো না করতে পারলে অনেক সহজ হবে সেই কাজ। পিসিবি কর্তাদের একাংশ বাবর সহ অনেকের প্রতি বিরূপ।”