৬ ম্যাচ জিতেও সেমিতে যেতে পারবেনা টিম ইন্ডিয়া! হিসেব দেখে মুচকি হাসছে পাকিস্তান, বাংলাদেশ

দুরন্ত গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া (India national cricket team)। চলতি বিশ্বকাপে (Cricket World Cup) এখনো পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ভারত। ছয়টি ম্যাচ খেলে ছয়টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ধরা যেতে পারে সেমিফাইনালের জন্য ভারতের টিকিট। সহজ অংকের নিয়ম অনুযায়ী ছয় ম্যাচে জিতলে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাকা হওয়ার কথা।

   

rohit india

ভারতের বাকি রয়েছে তিনটি ম্যাচ। ইতিমধ্যে পরপর ছয় ম্যাচে দল জিতেছে। সেহেতু ধরে নেওয়া হচ্ছে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টিম ভারত। সময় বিশেষের অংক বড় জটিল হয়ে যায়। তার উপর যদি খেলার নাম ক্রিকেট হয় তাহলে তো কোন কথাই নেই। আধুনিক ক্রিকেটে ম্যাচে হার জিত এর ফলাফলের পাশাপাশি কাজ করে আরো অন্যান্য হিসেব। এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে রাউন্ড রবিন ফরম্যাটে। টুর্নামেন্টে অংশ নিয়েছে ১০ টি দল। প্রত্যেক টিমকে ৯ টি করে ম্যাচ খেলতে হবে। এখানেই রয়েছে টুইস্ট।

আজ যে রাজা কাল সে হতে পারে ফকির। পরপর ছয় ম্যাচ জেতার পরেও নিশ্চিত হয়ে বসার উপায় নেই ভারতীয় ক্রিকেটারদের। যা পরিস্থিতি তাতে বাকি ম্যাচগুলোতেও জেতার জন্য চেষ্টা চালাতে হবে দলকে। ভারতের অবশিষ্ট তিন ম্যাচ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারতের যা ফর্ম তাতে এই তিন ম্যাচেও বিরাট কোহলিদের জেতা উচিৎ। অন্তত সেমিফাইনালে যাওয়ার সমস্ত নেতিবাচক অংক দূর করার জন্য হলেও জেতা উচিৎ। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ছয় ম্যাচ জেতার পরেও টিম ইন্ডিয়ার সেমিফাইনাল সেমিফাইনাল স্পট এখনও নিশ্চিত নয়।

ind vs eng

নিশ্চিত করার জন্য আরও জয় প্রয়োজন। সেমিফাইনালের দৌড়ে থাকা অন্য দলগুলো হারতে থাকলে অবশ্য অন্য কথা। প্রতিপক্ষ জিততে থাকলে ভারতের উদ্বেগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কা ফর্মে নেই, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত হারলে সেটা অঘটন হবে। বাকি রইল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচ হতে পারে বেশ উত্তেজক।