গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত (India national cricket team) ও পাকিস্তান (Pakistan national cricket team)। বিশ্বকাপের সেই ম্যাচে যথারীতি পাকিস্তানকে পরাজিত করে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে ৭ উইকেট বাকি থাকতেই লক্ষ্য পূরণ করে ভারতীয় দল। ম্যাচ চলাকালে মাঠে এমন কিছু ঘটনা ঘটেছিল ছিল যা পাকিস্তান ক্রিকেট বোর্ড পছন্দ করেনি। যা নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে আইসিসি।
আহমেদাবাদে খেলা ম্যাচ চলাকালীন দর্শকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন এ নিয়ে আইসিসির প্রক্রিয়া প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা পিটিআই-কে আইসিসি জানিয়েছে, ‘১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সময় ভক্তদের আচরণ নিয়ে পিসিবির অভিযোগের বিষয়ে আইসিসি কোনও ব্যবস্থা নিতে পারবে না। কারণ আইসিসির আচরণবিধি ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, গোষ্ঠীর ক্ষেত্রে নয়।’
অর্থাৎ ভারতীয় দর্শকদের জন্য আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে অভিযোগ করা হয়েছিল, তা একভাবে খারিজ করে দেওয়া হয়েছে। একদিক থেকে এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরাজয়। এর আগেও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বিসিসিআইয়ের নামে অভিযোগ করেছিল। আগে অভিযোগের বিষয় ছিল অন্য, তাতেও পাকিস্তান পরাজিত হয়েছিল।
দুই দেশের মধ্যে ক্রিকেটের কথা বলতে গেলে, ৫০ ওভারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল আটবারই জিতেছে। পাকিস্তান একটি ম্যাচও জিততে পারেনি। ২০২৩ সালের এই ম্যাচে একতরফা ভাবে হেরেছে পাকিস্তান। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও হারছে পাকিস্তান।