সংকটে হাজার হাজার মানুষ, বিরাট বড় ঘোষণা দিঘায়! মন খারাপ সবার

দিঘা (Digha)…বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা। ভ্রমণপ্রিয় বাঙালি হাতেগোনা কয়েকদিন ছুটি পেলেই এই দিঘায় ঘুরে আসতে পছন্দ করেন। শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা সবসময়েই মানুষের সমাগম ঘিরে গমগম করে দিঘা। এবার এই দিঘাকে নিয়ে চরম সিদ্ধান্ত নিল প্রশাসন। যার যেরে সিঁদুরে মেঘ দেখছেন সকলে। এবার হকার (Hawker) উচ্ছেদের ঘোষণা করা হল রাজ্য প্রশাসনের তরফে। আর প্রশাসনের এহেন নির্দেশিকার ফলে হকারদের মাথায় স্বাভাবিকভাবেই বাজ ভেঙে পড়েছে একপ্রকার। ইতিমধ্যে দিঘার জায়গায় জায়গায় মাইকিং করে প্রশাসনের নির্দেশ সম্পর্কে জানানো হচ্ছে।

দিঘার সমুদ্র পাড়ে গেলেই সকলেই দেখতে পাবেন কেউ চা, ডাব, আইসক্রিম, আইস গোলা বিক্রি করছেন। কেউ কেউ বিভিন্ন কাটা ফলের পসরা নিয়েও বিক্রি করছেন। দিঘা ঘুরতে গেলেই দিঘার সমুদ্র ও খাওয়া দাওয়া ভ্রমণের আনন্দকে একপ্রকার দ্বিগুণ করে দেয়। যদিও এবার প্রশাসনের হক্কার উচ্ছেদের নির্দেশিকার ফলে হকারদের পাশাপাশি পর্যটকদেরও (Tourist) খানিকটা মন খারাপ হয়ে গিয়েছে। এখানকার হকারদের কাছে পর্যটক মানেই ভগবান। কারণ পর্যটকদের কাছে জিনিসপত্র বিক্রি করেই তাঁদের পেট ও সংসার চলে।

কিন্তু প্রশাসনের সিদ্ধান্তের জেরে এক প্রকার ধাক্কা খেতে চলেছেন হাজার হাজার হকার। জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে এই উচ্ছেদ কাজ শেষ করতে হবে। এদিকে সরকারী নির্দেশিকা যদি কেউ অমান্য করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি অবধি দেওয়া হয়েছে। এই বিষয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ জানাচ্ছে, পর্যটক যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে বেআইনিভাবে যাঁরা ব্যবসা করছেন, ২২ অগাস্টের মধ্যে উঠে যেতে হবে তাঁদের সকলকে।