রূপে, গুনে এক নম্বর! অবশেষে ট্রাকে ছুটল ‘গেরুয়া বন্দে ভারত” প্রথম কোন রুটে চলবে জানেন?

গেরুয়া রঙে সেজে উঠেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেনের চাকা গরিয়েছে। এই ট্রেন আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত এবং অনেক বিশেষ জিনিস অন্তর্ভুক্তও হয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এই কমলা রঙের ট্রেনটির চাকা গড়ায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত সুন্দর দেখতে ট্রেনটি কোন রুটে চলাচল করবে? সে সম্পর্কে জানেন কিছু? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।

এই ট্রেনটি কখন কোন রুটে চলবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সরকারের তরফে। কিছুদিন আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চেন্নাইয়ের কোচ পরিদর্শন করেন, যার পরে তিনি এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি ছবি শেয়ার করেন।

নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ২৫টি নতুন পরিবর্তন আনা হয়েছে। এই ট্রেনের চেহারা থেকে আধুনিক সুযোগ-সুবিধায় পরিবর্তন এসেছে। যাত্রীদের ফিডব্যাক অনুযায়ী এটি পরিবর্তন করা হয়েছে বলে খবর। ৮ কোচের এসি চেয়ার কার ট্রেনে যাত্রীদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী, নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানো হয়েছে এবং যাত্রী সুবিধায় পরিবর্তন আনা হয়েছে।

ভারতীয় রেল বর্তমানে ২৫টি রুটে ৫০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে। একই সঙ্গে স্লিপার কোচ সহ নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার প্রক্রিয়া চলছে বলে খবর। কবে রেলের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে সেদিকে নজর রয়েছে সকলের। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসে টয়লেট সিট, সিটিং সিট এবং চার্জিং পয়েন্ট সহ ২৫ টি বড় পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের ফিডব্যাকের ভিত্তিতে পরিবর্তন এনেছে রেল। উল্লেখ্য, ভারতীয় রেল দেশের প্রতিটি রুটে নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর লক্ষ্য স্থির করেছে।