আপনিও কি ধাঁধাঁর (Optical illusion) সমাধান করতে ভালোবাসেন? তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। অনেকেই আছেন যারা ধাঁধাঁর সমাধান করতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা ধাঁধাঁ দেখলেই দূরে পালান।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখকেই আখচার একাধিক ধাঁধাঁ চোখে পড়ে। অনেকেই আছেন যারা এইসকল ধাঁধাঁ দেখলেই নিজেদের ধরে রাখতে পারেন না এবঙ ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই জটিল ধাঁধাঁর সমাধান করতে উদ্যত হন। আবার অনেকেই এমন আছেন যারা জটিলতম ধাঁধাঁও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নজর ঘুরিয়ে সমাধান করে দিতে পারেন। আপনিও যদি চুটকি বাজিয়ে ধাঁধাঁর সমাধান করতে ভালোবেসে থাকেন তাহলে আজ এই প্রতিবেদনে আপনার জন্য এক দরুণ ধাঁধাঁ রইল।
আপনার মধ্যেও যদি চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থেকে থাকে, সর্বোপরি আপনার যদি মনে হয় আপনার আইকিউ (IQ) লেভেল অনেকটাই ভালো তাহলে আপনি নিশ্চয়ই এই ধাঁধাটি দেখে খুশি হবেন।
আপনার সামনে কয়েকটি সংখ্যা তুলে ধরা হল। আপনার আজকের চ্যালেঞ্জ হল এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়ে ১২০। আর আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে। আর এই কাজটি আপনাকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে, তবেই আপনি জিনিয়াস। বিশেষজ্ঞরা জানান, ধাঁধা কেবল মনকে বিভ্রান্ত করে না, আপনার মনকেও পরীক্ষা করে।
যাইহোক, এবার খেলায় ফেরা যাক। খুঁজে পেলেন কি? যদি খুঁজে পেয়ে যান তাহলে আপনিই জিনিয়াস। আর যদি খুঁজে নাও পেয়ে থাকেন, তাহলেও চিন্তা নেই। আপনার জন্য উত্তর দেওয়া থাকল নীচে।