এই ছবিতে ১০০-র ভিড়ে লুকিয়ে আছে ০০১! দশ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ধাঁধা সম্পর্কে আমাদের সবারই কিছু প্রাথমিক জ্ঞান রয়েছে। যদিও বর্তমানে সেগুলোর চল কিছুটা কমেছে, কিন্তু একসময় ধাঁধা ভারতীয় সমাজের এক উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল। সত্যজিৎ রায়ের ফেলুদা সহ বেশ কিছু রহস্য রোমাঞ্চ গল্পে আমরা ধাঁধার সম্বন্ধে জেনেছি, কিন্তু এই ধাঁধার আরেক দিক হলো অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

এই অপটিক্যাল ইলিউশন ধাঁধার জন্য প্রতিদিন দুই একটা ছবি ভাইরাল হয়। সেখানে ছবির মধ্যেকার কোনো বস্তু বা কোনো একটি নির্দিষ্ট কিছুকে খুঁজে বের করতে হয়। শুনতে অনেকটা সহজ মনে হলেও, বাস্তবে কিন্ত এতটাও সহজ নয়। রীতিমতো কালঘাম ছুটে যায় এই ধাঁধার কারণে।

কিছু কিছু সময় সহজ হওয়ার কারণে অনেকেই উত্তর দিতে পারেন, কিন্তু এমনও কিছু সময় আসে যখন ৯৯ শতাংশ মানুষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননা। আর তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সেখানে অনেক গুলো ১০০ লেখা রয়েছে। তারমধ্যে ০০১ লেখাটি খুঁজে বের করতে হবে।

এই অপটিক্যাল ইলিউশনের জন্য ১০ সেকেন্ড সময় পাবেন আপনি। সময়ের মধ্যে উত্তর দিতে পারলে আপনার একাগ্রতা নিয়ে সন্দেহের কোনো জায়গাই থাকেনা। আসলে ভালো পর্যবেক্ষণ ছাড়া ০০১ খুঁজে পাওয়া অসম্ভব। ছবির দিকে ভালভাবে লক্ষ্য করুন।

gn1pvsj optical illusion 625x300 30 march 23

খুঁজে নাপেলে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। ছবিটির একদম নিচের দিকে লক্ষ্য করুন। সেখানে একটি লাল বৃত্তের মধ্যে ০০১ লেখাটিকে গোল করে দিয়েছি আমরা। কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে নিজের থেকে খুঁজে বের করতে পারলে আপনি মশাই সুপার জিনিয়াস।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button