এই ছবি দুটির মধ্যে রয়েছে চারটি সহজ পার্থক্য! ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি মশাই জিনিয়াস

নতুন নতুন অপটিক্যাল ইলিউশন (Optical illusion) বা ধাঁধা যাই বলুন না কেন, এর জনপ্রিয়তা বড়দের পাশাপাশি শিশুদের মধ্যেও রয়েছে। অনেকেই আছেন যারা জটিল ধাঁধার সমাধান করতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা এই সকল ধাঁধা থেকে দূরত্ব বজায় রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

আজ আপনি এই প্রতিবেদনদের মাধ্যমে তেমনই এক ধাঁধার সন্ধান পাবেন। তা সেটি যদি জটিল ভাবেন জটিল আর সহজ ভাবলে সহজ। আপনার সামনে দুটি ছবি তুলে ধরা হবে। আর এই দুটি ছবি মিলিয়ে আপনাকে নতুনত্ব কিছু বের করতে হবে। আর এই কাজটি যদি আপনি ১২ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারেন তাহলে আপনি জিনিয়াস।

অপটিক্যাল ইলিউশন, যা ভিজ্যুয়াল ইলিউশন নামেও পরিচিত। এটিকে এক ধরণের চোখের বিভ্রমও বলা চলে। কিছু কিছু অপটিক্যাল ইলিউশন আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, ধাঁধা কেবল মনকে বিভ্রান্ত করে না, আপনার মনকেও পরীক্ষা করে। ইন্টারনেটে প্রতিদিনই অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হতে দেখা যায়। এ ধরনের অনেক ছবিতে লুকানো ধাঁধা সমাধান করতে হয়। তেমনই দুটি ছবি আজ আপনাদের সামনে এই প্রতিবেদনদের মাধ্যমে তুলে ধরা হল।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে বাস্কেটবল খেলছে। মাথায় পনিটেইল, হাতে বল, গায়ে লাল জার্সি ও পায়ে লাল জুতো। এরকমই আরেকটি ছবি সেইসঙ্গেই দেওয়া হল। আপনিও নিশ্চয়ই ভাবছেন এ আবার কি কঠিন জিনিস।

মূল খেলা তাহলে এবার শুরু হল। আপনাকে এই দুটি ছবির মধ্যে কিছু নতুনত্ব খুঁজতে হবে। ১২ সেকেন্ডের মধ্যে এই কাজটি আপনাকে করতে হবে। খুঁজে পেলেন কি? যদি উত্তর না হয় তাহলেও চিন্তা নেই। উত্তর বলে দেওয়া হবে। দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন।

প্রথমেই বাঁ দিকের ছবিটায় দেখুন মেয়েটির মাথায় লাল রঙের ব্যান্ড আছে অথচ ডান দিকের ছবিটায় কিন্তু তা নেই। এরপর মেয়েটির জুতোর দিকে তাকান। ডান দিকের ছবিটায় দেখা যাচ্ছে মেয়েটির জুতোতে কোনও দড়ি নেই, অথচ বাঁ দিকের ছবিটায় মেয়েটির পায়ের জুতোতে দড়ি আছে। আরও বেশ কয়েকটি নতুনত্ব আছে দেখে নিন।

optical2