কুকুরের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি হিংস্র বাঘ! ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ধাঁধা অথবা পাজল সম্পর্কে আমাদের সবারই কিছু প্রাথমিক জ্ঞান রয়েছে। যদিও বর্তমানে সেগুলোর চল কিছুটা কমেছে, কিন্তু একসময় ধাঁধা ভারতীয় সমাজের এক উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল। সত্যজিৎ রায়ের ফেলুদা সহ বেশ কিছু রহস্য রোমাঞ্চ গল্পে আমরা ধাঁধার সম্বন্ধে জেনেছি, কিন্তু এই ধাঁধার আরেক দিক হলো জিগস পাজল।
এই অপটিক্যাল ইলিউশন (optical illusion) ধাঁধার জন্য প্রতিদিন দুই একটা ছবি ভাইরাল হয়। সেখানে ছবির মধ্যেকার কোনো বস্তু বা কোনো একটি নির্দিষ্ট কিছুকে খুঁজে বের করতে হয়। শুনতে অনেকটা সহজ মনে হলেও, বাস্তবে কিন্ত এতটাও সহজ নয়। রীতিমতো কালঘাম ছুটে যায় এই ধাঁধার কারণে।
কিছু কিছু সময় সহজ হওয়ার কারণে অনেকেই উত্তর দিতে পারেন, কিন্তু এমনও কিছু সময় আসে যখন ৯৯ শতাংশ মানুষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননা। আর তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সেখানে আপনাকে নিজের পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় দিতে বলা হচ্ছে। কাজ হচ্ছে ৯ সেকেন্ডের মধ্যে ছবির মধ্যে লুকিয়ে থাকা বাঘ খুঁজে বের করা।
এখানে দেওয়া ছবিটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে আপনাকে কতকগুলো কুকুরের মাঝে একটি বাগকে খুঁজে বের করতে হবে আপনাকে। এখানে আপনি যত জলদি খুঁজে বের করতে পারবেন আপনার IQ ততই বেশী। ৯ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারলে আপনি সুপার জিনিয়াস! তাহলে ৯ সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়েছেন কি? না পেলে আমরা আপনাদের জানাচ্ছি।
আপনি যদি খুঁজে না পেয়েছেন তাহলে আমরা গোল দাগ দিলাম লক্ষ্য করুন। ছবিটির একদম ডান পাশে ব্যাকগ্রাউন্ডে বাঘটিকে লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে। আপনি ছবিটি মনোযোগ দিয়ে দেখলেই বাঘের ছায়া দেখতে পেতেন।