ভারতের একমাত্র রাজ্য, যেখানে রয়েছে শুধু একটি মাত্র রেল স্টেশন! জানুন কোথায় …

ভারতীয় রেলকে (Indian Railways) বলা হয় দেশের লাইফলাইন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে রেল ব্যবস্থার জুড়ি নেই। বিশেষ করে একদম প্রত্যন্ত গ্রামের সাথে দেশের মেট্রো সিটির যোগাযোগ ব্যবস্থার জন্যই রেল যোগাযোগের এত কদর। দেশের অন্দরে প্রতিটি রাজ্যেই রেলের বিরাট নেটওয়ার্ক রয়েছে।
কিন্তু আজ আপনাদের যে জায়গার ব্যাপারে বলবো সেখানে মাত্র একটিই রেল স্টেশন রয়েছে। মোট ১১ লক্ষ জনতার জন্য একটাই স্টেশন উপলব্ধ রয়েছে। অনেকেই হয়তো রাজ্যটির নাম আন্দাজ করতে পেরেছেন। এই রাজ্যটির নাম হলো মিজোরাম।
মিজোরামের বৈরাবি স্টেশনে যাত্রীবাহী ট্রেন ছাড়াও পণ্যবাহী অনেক ট্রেনও চলতে থাকে। এই বৈরাবি রেলস্টেশনটি রাজ্যের একমাত্র স্টেশন এবং তার বাইরে অন্য কোনো রেলওয়ে স্টেশনই নেই। ১১ লাখ জনসংখ্যার একটি রাজ্যে মাত্র একটি রেলস্টেশন থাকলে জনগণকে যে সমস্যায় পড়তে হবে সেকথা বলে দেওয়ার প্রয়োজন নেই।
বৈরাবি স্টেশনে মোট ৩টি প্ল্যাটফর্ম রয়েছে। এছাড়া সেখানে রয়েছে ৪টি রেল ট্র্যাক। ২০১৬ সালে এই স্টেশনটির পুনর্নির্মাণ করা তার আগে এটি ছিল আরও ছোট। উল্লেখ্য, রেলওয়ের পক্ষ থেকে ওই স্থানে আরেকটি রেলস্টেশন নির্মাণের প্রস্তাবও রয়েছে।