শুরু হয়ে গেল OnePlus Open স্মার্টফোনের বিক্রি, পাবেন বিশাল ডিসকাউন্ট! জানুন দাম

OnePlus সম্প্রতি তাদের ফোল্ডেবল ফোন OnePlus Open প্রকাশ্যে নিয়ে এসেছে। নতুন এই স্মার্টফোন (Smartphone) পাবেন আকর্ষণীয় ফিচার। ২৭ অক্টোবর থেকে প্রথমবারের মতো এই স্মার্টফোনটির বিক্রি শুরু হচ্ছে। OnePlus Open স্মার্টফোনে রয়েছে ৬.৩১ ইঞ্চি কভার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও ফোন যাতে কোনো রকম সমস্যা ছাড়া চলে সে জন্য কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে আকর্ষণীয় সব ফিচার।

   

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর যুক্ত এই হ্যান্ডসেটটি লঞ্চ করেছে OnePlus। এতে রয়েছে ১৬ জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.২ এ কাজ করে। ওয়ানপ্লাস এই ফোনটি মাত্র একটি কনফিগারেশনে লঞ্চ করেছে। ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজের ওয়ানপ্লাস ওপেনের দাম ১,৩৯,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অ্যামাজন ও ওয়ানপ্লাস স্টোর থেকে অত্যাধুনিক এই ফোনটির বিক্রি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।

ওয়ানপ্লাস ওপেনে রয়েছে ৬.৩১ ইঞ্চি অ্যামোলেড কভার ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও রয়েছে ৭.৮২ ইঞ্চি অ্যামোলেড মেইন স্ক্রিন। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এ কাজ করে। OnePlus Open এ চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল, এই কনফিগারেশন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে।

fold one plus

সামনে ৩২ এমপি এবং ২০ এমপির দুটি ক্যামেরা রয়েছে। ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য ৪৮০৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসে। এমারেল্ড ডাস্ক এবং ভয়েজার ব্ল্যাক কালার অপশনে ফোনটি কিনতে পারবেন। ফোনটিতে স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস অডিওর মতো ফিচারও রয়েছে। এই হ্যান্ডসেটটি সরাসরি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এর মতো ফোনের সাথে প্রতিযোগিতা করছে। ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাংয়ের আধিপত্য রয়েছে।