বছর শেষ হওয়ার আগে ফের একবার নতুন করে শুধু হল সেল। উৎসবের মরসুমে কি আপনিও নতুন ফোন কেনার কথা ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর, যা শুনলে আপনিও একপ্রকার খুশিতে লাফিয়ে উঠবেন। বিশেষ করে আপনিও যদি OnePlus ফোন প্রেমী হয়ে থাকেন তাহলে তো একদম সোনায় সোহাগা।
এবার দিওয়ালি ধামাকা অফার আনল ওয়ান প্লাস। বেশ কয়েকটি প্রিমিয়াম মডেলের ওপর ভারী অঙ্কের ডিসকাউন্ট মিলছে বলে জানিয়েছে সংস্থা। আপনিও যদি ওয়ান প্লাস ফোনের ফ্যান হয়ে থাকেন তাহলে দিওয়ালির আগে একটি সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু। কারণ এই সময়েই আপনি কয়েকটি প্রিমিয়াম মডেল কিনে নিতে পারেন। তাও আবার অনেক কম দামে। ই কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন ও ফ্লিপকার্টে এই সময়ে ওয়ান প্লাস ফোনের ওপর ধামাকাদার কিছু ডিসকাউন্ট অফার চলছে।
যেমন One Plus Nord CE2 Lite 5G ফোন আপনি সহজেই এখন অ্যামাজন থেকে মাত্র ১৭,৯৯৮ টাকায় কিনে নিতে পারবেন। অন্যদিকে One Plus 10R 5G অ্যামাজনে মাত্র ৩৮,৯৯৯ টাকায় লিস্টেড রয়েছে। তবে আপনি এই ফোন মাত্র ২৭,৯৯৯ টাকায় কিনে নিতে পারেন।
One Plus Nord CE3 Lite 5G ফোনটি আপনি ফ্লিপকার্ট-এ আরও কম দামে পেয়ে যাবেন। এই ফোনটি আপনি ফ্লিপকার্ট- পেয়ে যাবেন ২৭,০৬০ টাকায়। One Plus 10T 5G স্মার্টফোন অ্যামাজনে ৪৯,৯৯৯ টাকায় উপলব্ধ আছে। এটি লিস্টেড হয়ে রয়েছে অ্যামাজনে। তবে এটি আপনি পেয়ে যাবেন মাত্র ৩৯,৯৯৯ টাকায়। প্রায় ১০ হাজার টাকা কম বুঝতেই পারছেন।