ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে হোক বা ব্যস্ত জীবন থেকে ছুটি হোক…সবাই কোথাও না কোথাও যাওয়ার জন্য মুখিয়ে থাকেন। কারোর পছন্দ জল, ঝর্ণা, লেক তো আবার কারোর পছন্দ পাহাড়, জঙ্গল।
ব্যস্ত দৈনন্দিন জীবন থেকে আপনিও যদি ছুটি নিয়ে কোথাও পাহাড়ে ঘুরতে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল এই বিশেষ প্রতিবেদনটি। অনেক সময় এমনও হয় যে ঘুরতে যাওয়ার প্ল্যান তো করা হচ্ছে কিন্তু কোথায় যাওয়া যায় সেটা নিয়ে অনেকেই ধন্দ্বে পড়ে যান। সিকিম না দার্জিলিং নাকি ডুয়ার্স, কোথায় যাওয়া যায় সেই নিয়ে উঠতে থাকে হাজারো প্রশ্ন।
আবারও কেউ কে ঘুরতে গিয়ে পাহাড়ে একটু কোলাহল পছন্দ করেন, আবার কেউ কেউ একটু নিরিবিলিতে পরিবার হোক বা বন্ধুবান্ধব অথবা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে। আজকের এই প্রতিবেদনে যারা একটু পাহাড়ে গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান তাঁদের জন্য এক নতুন জায়গার সন্ধান রয়েছে। এই জায়গাটি এখনও অবধি তেমন বলতে গেলে লাইমলাইটে আসেনি।
আপনারও যদি সাম্প্রতিক সময়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে হাতে কয়েকদিনের সময় নিয়ে ঘুরে আসতে পারেন ‘সিকসিন’। একদম শহুরে কোলাহল থেকে দূরে নিরিবিলিতে দিন রাত কাটানোর জন্য এটি আপনার জন্য যাকে এক কথায় বলা হয় পারফেক্ট ডেস্টিনেশন।
এখানে থাকা হোমস্টেগুলিতে থেকে সকালে উঠে হাতে গরম এক পেয়ালা চা হোক বা গরম কফি, অথবা এক বাটি ম্যাগি সঙ্গে নিয়ে সুদূর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে থাকা নাম না জানা গাছ, পাখিদের উপস্থিতি আপনার মন ভালো করে দেবেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এই সিকসিন হল ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখান থেকে আপনি অনায়াসেই লেপচাজগত, লামহাট্টা, তিনচুলে, মংপো থেকে ঘুরে আসতে পারেন। এছাড়া আপনিও যদি একটু অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন তাহলে সিকসিনে আপনি জঙ্গল ট্রেকেরও আনন্দ নিতে পারেন।
আপনি খুব সহজেই এনজিপি থেকে প্রাইভেট গাড়ি বা শেয়ার গাড়ি করে এই সিকসিনে পৌঁছাতে পারেন।