খরচ মাত্র ১৩০০, দার্জিলিং-সিকিম ভুলে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে! করতে পারবেন ক্যাম্পিংও

কথাতেই আছে বাঙালি পায়ের তলায় সর্ষে ফুল রয়েছে এখন উৎসবের মরসুম চলছে। আর এই উৎসবের মরসুমে সকলেই কম বেশি একটু কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করছেন। কোথাও ঘুরতে যাওয়ার হিড়িক উঠলেই অনেকের মাথাতেই প্রথমে আসে পাহাড়। অনেকের কাছেই কোথাও ঘুরতে যাওয়ার মানে হল পাহাড়। এমন অনেক পাহাড় প্রেমী বাঙালি আছে যারা বছরের বেশিরভাগ সময়ই হয় দার্জিলিং (Darjeeling) নয়তো সিকিমের (Sikkim) পাহাড়ের (Hill) ঘুরতে যেতে ভালোবাসেন। এদিকে এখন দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো দীপাবলি ভাইফোটার ছুটি চলছে। আর এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই আছেন যারা বিস্তর প্ল্যান ইতি মধ্যেই তৈরি করে ফেলেছেন।

   

আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বিশেষ করে পাহাড়ের কথা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন কি? তাহলে আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা একটি অফবিট জায়গার সন্ধান পেয়ে যাবেন, যেখানে গেলে আপনার শরীর ও মন দুটোই একদম চাঙ্গা হয়ে যাবে। অনেকেই আছেন যারা চিরাচরিত দার্জিলিং, সিকিম, কালিম্পং, কার্শিয়াং ঘুরতে যেতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা পাহাড়ে গিয়ে একটু অফবিট জায়গার খোঁজ করে থাকেন। আজকে এই প্রতিবেদনটি তাদের জন্যই যারা একটু অফবিট জায়গা ঘুরতে যেতে পছন্দ করেন। হাতে কয়েকদিন ছুটি নিয়ে আপনারও পরবর্তী গন্তব্যস্থল হতে পারে সিপাইধুরা চা-বাগানের ভোটে বস্তির ইকোপালস ক্যাম্প। আপনিও যদি জঙ্গলপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম যাকে বলে পারফেক্ট ডেস্টিনেশন ।

অ্যাডভেঞ্চার ও দারুণ এক জঙ্গলে থাকার অনুভূতি দিতে পর্যটকদের জন্য ছোট-ছোট ট্রি হাউজ বানিয়ে সেখানেই টেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। পাহাড়- জঙ্গলের মাঝে গাছ-বাড়িতে রাত কাটানোর জন্য দারুণ জায়গা সিপাইধুরা চা-বাগানের ভোটে বস্তির ইকোপালস ক্যাম্প। সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে নেপালি খাবার, বন ফায়ারের ব্যবস্থাও। ইকো পাইস ক্যাম্পে পৌঁছাতে হলে আপনাকে একটু হলেও ট্রেক করতে হবে।

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই জায়গাটিতে আপনি কিভাবে যাবেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি এই জায়গাটি শিলিগুড়ি থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরে রয়েছে এখানকার সবথেকে বড় ল্যান্ডমার্ক হল কার্শিয়াং। কার্শিয়াং থেকে এই জায়গার দূরত্ব আরো খানিকটা কম। এখানে আসতে চাইলে আপনি প্রথমে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে সোনাদার গাড়ি ধরে সিপাইধুরা নামুন। এরপর সেখান থেকে মিনিট ১৫ ট্রেক করলেই পেয়ে যাবেন ইকোপালস ক্যাম্পিং সাইট।

এখানে থাকতে হলে আপনাকে জনপ্রতি ১৫০০ টাকা করে খরচ করতে হবে। কয়েকজন পর্যটক জানাচ্ছেন এখানে বন ফায়ারের ব্যবস্থা করা রয়েছে। সেই সঙ্গে এখানে কলা পাতায় খাবার পরিবেশন করা হয়।